হেলেনা আফরোজ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করে ( অল থ্রু ফার্স্ট ক্লাস ) স্বপ্ন দেখলেন কানাডায় আরেকটা মাস্টার্স করা যায় কিনা ! লেখাপড়ার প্রতি মিসেস হেলেনার আগ্রহ আমাকে দারুন ভাবে মুগ্ধ করেছে | তাঁর স্বপ্ন ও উচ্চাকাঙ্খাকে কিভাবে বাস্তবায়ন করা যায়…..সেই নিয়ে আমি ও ম্যাডাম হেলেনা একসাথে কাজ শুরু করলাম | উনি নেসলে বাংলাদেশের নিউট্রিশিয়ান প্রোগ্রামের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছিলেন | শত ব্যস্ততার মাঝেও আমাকে ফোন করা, ফাইলের খোঁজ খবর নেওয়া , কানাডার ফ্যাকাল্টির প্রফেসরের সাথে যোগাযোগ রাখা সবই হয়েছে ঠিক মতো | কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে স্কলারশিপ সহ রিসার্চ বেইসড মাস্টার্স করার আমন্ত্রণ ও পেয়ে গেলেন | সেই সাথে ভিসা | উচ্চ শিক্ষা ছাড়া যে একজন ছাত্র-ছাত্রীর পৃথিবীতে কোথাও ঠাঁই নেই বা সেইরকম কদর নেই …..তা হেলেনা ম্যাডাম আমাদের অন্য সকল স্টুডেন্টদেরকে একটা ম্যাসেজ দিয়ে গেলেন !! অত্যন্ত ধার্মিক, অমায়িক ব্যবহারের অধিকারী হেলেনা আফরোজকে আমার ও শা পরিবারের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ | — সুপ্রিয় কুমার চক্রবর্তী, সি.ই.ও