L O A D I N G

Education Agents: কানাডা গভর্নমেন্ট কি বলছে ?

এডুকেশন এজেন্ট নির্বাচন নিয়ে কানাডা সরকারের সুস্পষ্ট বণর্না ও মতামত এই ইমেজে দেওয়া আছে | সবকিছুর উর্ধে যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ তা হলো – এডুকেশন এজেন্ট নির্বাচনে অবশ্যই যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত, সেগুলো হলো- ১. প্রতিষ্ঠানটির ইতিহাস ও রেপুটেশন ২. কাজের সাফল্য ও প্রমান ৩. এডুকেশন কাউন্সিলরদের দক্ষতা , অভিজ্ঞতা ও শিক্ষা ৪. ইউনিভার্সিটির সাথে এডুকেশন এজেন্টের সম্পর্ক ৫. সার্বিক সহযোগিতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক এই পাঁচটি বিষয় অতি সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে তারপর একটি এডুকেশন এজেন্টকে নির্বাচন করবেন | সোশ্যাল মিডিয়াতে ওই ফার্মের রিভিউ কিংবা সাকসেস স্টোরিজ স্টাডি করে নিবেন | বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যাপারে ভালো করে খোঁজ-খবর নিয়ে তারপর আপনার মূল্যবান শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট , ECA কপি , ছবি , ন্যাশনাল আইডি কার্ডের কপি , বার্থ সার্টিফিকেট , আপনার ব্যক্তিগত ব্যাঙ্ক স্টেটমেন্টস , টিন-ট্যাক্স পেপার্স জমা দিবেন | অন্যথা এই ডকুমেন্টসগুলো আপনার অগোচরে মিসইউজ হতে পারে | হুট্ করেই কাউকে বিশ্বাস করে তার ইমেইলে , হোয়াটস্যাপ-এ কিংবা মেসেঞ্জারে কোনোরকম ডকুমেন্টস পাঠাবেন না | হিতে বিপরীত হতে পারে , অতএব সাধু সাবধান ! [ বি-দ্রঃ: বিভিন্ন তথাকথিত ব্লগ বা ফোরামে ” এডুকেশন এজেন্ট ” নিয়ে যারা অতিমাত্রায় পান্ডিত্যমার্কা কথা বলে , তাদের জন্য এই পোস্ট একটি সতর্কবার্তা ! ]

Leave a Comment