Student Name: Md Niaz Hossain
Ex. Student of Daffodil Int’l University
Admitted at University of Windsor
কারো জীবন হয় হ্রদের জলের মত স্বচ্ছ, তাতে স্থিরতা আছে, গতি নেই; প্রশান্তি আছে, রোমাঞ্চ নেই। আবার কারো জীবন হতে চায় বাঁধ ভাঙ্গা নদীর মত, সামনের সমস্ত বাধাকে নিজের উত্তাল গতিতে সরিয়ে দিয়ে সে এগিয়ে চলে মোহনার দিকে। সমুদ্রেই তার প্রশান্তি, তার চরম প্রাপ্তি। এরকমই একজন হলেন মোহাম্মদ নিয়াজ হোসেন। প্রাণশক্তিতে ভরপুর এই প্রতিভাবান তরুণ কেনই বা চাইবেন নিজের জীবনের শুরু ও শেষের গণ্ডীটা সংকীর্ণ করতে! আর তাই তিনি মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন উচ্চশিক্ষা, যা তিনি সম্পন্ন করবেন প্রবাসে গিয়ে। তাতে তাঁর রথ দেখা আর কলা বেচা দুই হয়ে যাবে। তিনি যেমন একদিকে পাবেন বাঁধন ছেঁড়ার হাতছানি, সেরকমই স্বনামধন্য জায়গায় পূর্ণ হবে তাঁর শিক্ষাও।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই মেধাবী ছাত্রটি নিজের দেশে পড়াশোনার পাঠ শেষ করে সিদ্ধান্ত নিলেন কানাডায় পড়তে যাওয়ার। নিয়াজ ভাই সময় নষ্ট না করে সন্ধানে নেমে পড়লেন এমন একজনের, যিনি তাঁকে পারবেন সঠিক সাহায্য করতে। আর সৌভাগ্যক্রমে পেয়ে গেলেন ঢাকায় শা এসোসিয়েটসের পান্থপথ অফিসের বাপন স্যারের সন্ধান। আর পিছন ফিরে তাকাতে হয়নি নিয়াজ ভাইকে। কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড, আমাদের শা এসোসিয়েটসের ভিসা কনসালটেন্ট বাপন সাহা দায়িত্ব সহকারে সমস্ত ব্যবস্থা করে দিলেন কানাডায় উচ্চশিক্ষার। নিয়াজ ভাই ভর্তি হয়ে গেলেন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে; উত্তাল এক নদীর মত শুরু করলেন গল্প লেখা, যেখানে দুই তীরে হয়ত শুধুই সাফল্যের স্পর্শ ছড়ানো।