L O A D I N G

Cost of studying in Canada

আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রে কানাডার ডিগ্রী যেহেতু প্রথম সারির ও সেখানকার মিশ্র সংস্কৃতি আত্মস্থ করে ভবিষ্যতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার সম্ভাবনা প্রবল সে জন্য কানাডায় শিক্ষা লাভের জন্য অর্থবিনিয়োগ ব্যর্থ হবে না আপনার।বিদেশি ছাত্র ছাত্রীদের আর্থিক সাচ্ছন্দ প্রমান সাপেক্ষ বিষয়। বিষয় গুলি লক্ষণীয়-
 বিদেশি ডিগ্রী অর্জন করতে কিছু ব্যয় স্বাভাবিক। কিন্তু তুলনামূলক বিচার করলে দেখবেন একই ডিগ্রী এর খরচ U.K, Australia, USA এর সাপেক্ষে অনেক কম ।

 কানাডায় বিদেশি ছাত্র ছাত্রী দের জন্য দুই রকম থাকার ব্যবস্থা আছে। ক্যাম্পাসে ও ক্যাম্পাসে র বাইরে। ক্যাম্পাসে খরচ তুলনামূলক বেশি ,তবে বাকি সকল সুবিধা আছে।যেমন -জল,আসবাব, ইলেক্ট্রিসিটি ইত্যাদি।

শুধু লেখাপড়া ছাড়াও জীবন যাপনের জন্য, কাজের ফাঁকে দেশ টি বেড়াবার জন্যও আপনাকে অর্থ রাখতেই হবে নিজের বাজেটে।
কানাডায় বাসস্থান ও থাকাখরচ , সাথে কি কি দরকারি নথি আপনার দরকার ইত্যাদি সকল খুঁটিনাটি দরকারি তথ্যের জন্য আসুন শা এসোসিয়েটস এর দরজায়।আমরা অপেক্ষায় আছি আপনার সব উত্তর নিয়ে।

Leave a Comment