L O A D I N G

Chittagong Cantonment Public College কলেজ থেকে HSC পাশ করে অমিত ভর্তি হয়ে গেলেন Laurentian University-তে, বি বি এ পাঠক্রম নিয়ে।

Student Name: Amit Majumder
Ex. Student of Chittagong Cantonment Public College
Admitted at Laurentian University

খাঁটি বন্ধুত্বের মত নির্ভেজাল সম্পর্ক দুনিয়ায় বিরল, আর ওপরের ছবিটি এই বার্তাই যেন বহন করছে। এই ছবিতে বাম দিকে অমিত মজুমদার আর তার পাশে আদিত্য সাহা। চিনতে পারছেন আদিত্যকে? এনাকে নিয়েই আমরা গত বছর পোস্ট দিয়েছিলাম আর আজ অমিত গিয়ে যোগ দিয়েছেন তার সাথে। এই দুজনেই একই কলেজ থেকে HSC পাশ করেন এবং এখন দুজনেই কানাডায় Laurentian University-তে পাঠরত। পার্থক্য একটাই, আদিত্য আগে চলে গিয়েছিলেন আর অমিত একটু পরে। অমিত মজুমদারের ইচ্ছে ছিল নিজের উচ্চশিক্ষা দেশের বাইরে গিয়ে সম্পূর্ণ করার। আর তাই চট্টগ্রাম ক্যান্টনমেনট পাবলিক কলেজের এই ছাত্রটি আর দেরি করেননি নিজের সিদ্ধান্ত নিতে। খোঁজ খবর নিয়ে সোজা চলে এসেছিলেন আমাদের শা এসোসিয়েটসের চট্টগ্রাম অফিসে, রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের সাথে কথা বলতে। মনোজিৎ দাশ, কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড সুদক্ষ কনসালটেন্ট। ভাগ্যচক্রে আদিত্যরও কানাডা যাওয়ার রথের সারথি ছিলেন ইনিই। আর এবারও কানাডায় উচ্চশিক্ষার জন্যও যা যা প্রয়োজন, তার সমস্ত ব্যবস্থা করে দিলেন অমিত কে নিপুণ ভাবে। অমিত ভর্তি হয়ে গেলেন Laurentian University-তে, বি বি এ পাঠক্রম নিয়ে। ভিনদেশে দুই বন্ধু আবার খুঁজে পেলেন একে অন্যকে। এই সেলফি থেকেই বোঝা যাচ্ছে, এই দুইবন্ধু নিজেদের জীবনে আজ কতটা খুশি বা পরিপূর্ণ। আর এর নেপথ্যে একজন ই আছেন, তিনি মনোজিৎ স্যার। শা এসোসিয়েটস এভাবেই সবার স্বপ্নগুলো সত্যি করে তুলতে সাহায্য করছে বছরের পর বছর, আর এতেই হয়ত তার সাফল্য।— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment