L O A D I N G

Celebrating Durga Puja: A Guide to Auspicious Days and Rituals

‘যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেন সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। সনাতন তথা হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আশা করি মা দুর্গা আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুক এবং আপনার পরিবার সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক। মায়ের কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে আমাকে সকলকে সমস্ত বাধা পেরিয়ে জীবনে এগিয়ে চলার শক্তি দেন। সুখ আনন্দ এবং হৃদয় পূর্ণ ভালোবাসা দিয়ে শারদীয় উৎসব উদযাপন করুন। মা দুর্গার আশীর্বাদে পরিবার এবং বন্ধুদের মধ্যে পূজার দিন গুলো মজায় উপভোগ করুন। —- শা অ্যাডমিন ম্যানেজার

[ মহাঅষ্টমী
অষ্টমী তিথি শুরু – ২১ অক্টোবর রাত ০৯ টা ৫৩ মিনিটে
অষ্টমী তিথি শেষ – ২২ অক্টোবর সন্ধ্যা ০৭ টা ৫৮ মিনিটে
অঞ্জলি- সকাল ১০.৩০ মিনিটে

এই তিথির মধ্যেই কুমারি পুজো ও সন্ধি পুজো হবে।
সন্ধি পুজো শুরু- বিকেল ৪ টে বেজে ৫৪ মিনিট থেকে
সন্ধি পুজো শেষ-ভোররাত ৫ টা বেজে ৪২ মিনিট পর্যন্ত
পুজোর সময়কাল –১ ঘন্টা ১৩ মিনিট

মহানবমী
নবমী তিথি শুরু – ২২ অক্টোবর রাত ৭টা ৫৮ মিনিটে
নবমী তিথি শেষ – ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৪ মিনিটে
অঞ্জলি- সকাল ১০.৩০ মিনিটে

বিজয়া দশমী
দশমী তিথি শুরু – ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৪ মিনিটে
দশমী তিথি শেষ – ২৪ অক্টোবর বিকেল ৩ ১৪ মিনিটে
অঞ্জলি- সকাল ১০টা ]

Leave a Comment