ফিন গোস্বামী | এ শাইনিং ষ্টার | সত্যি তাই | মাত্র তিন বছরে শা এসোসিয়েটসকে মিডিয়াতে একছত্র আধিপত্যে আনার নেপথ্য কারিগর এই আইটি স্পেশালিস্ট ফিন | সেইজন্যই গতবছর শা এসোসিয়েটসের সিইওর কাছ থেকে পেয়েছিলেন শাইনিং ষ্টার সনদ | এখন ফেসবুক, ইউটিউব , ওয়েবসাইট, ব্লগ , লিঙ্কেডিন সোশ্যাল মিডিয়ার এমন কোনো ক্ষেত্র নেই , যেখানে শা এসোসিয়েটসের পোস্ট নেই | নর্থ আমেরিকার স্টাইলে ওয়েবসাইট , ফেসবুক টাইমলাইন পোস্ট , ইউটুবে ইনফরমেটিভ ভিডিও , ইজি একসেস ব্লগ …সব কিছুতে ফিনের আধুনিক কারিশমা | বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্র-ছাত্রীদের পছন্দের ফেসবুক পেজ এখন শা এসোসিয়েটসের পাঁচটি পেজ | ওয়েবসাইটে লাইভ চ্যাট …আমরাই প্রথম শুরু করি | এগুলি সব ইউরুপ , আমেরিকা , ব্রিটিশদের কনসেপ্ট | তারা সর্বদাই ক্লায়েন্টস সার্ভিস ওরিয়েন্টেড | শা এসোসিয়েটস এ’ক্ষেত্রে একধাপ সবসময় এগিয়ে থাকে | স্কাইপিতে দিনে কি রাত্রে যাকে চব্বিশ ঘন্টায় এক্টিভ পাওয়া যায়, সে হলো আমাদের কলকাতা অফিসের বিজনেস স্ট্রাটেজি অফিসার , সেইসঙ্গে দায়িত্ব পালন করেন স্টুডেন্টসদের সাথে প্রাথমিক কাউন্সেলিং | স্টুডেন্টসরা ও খুশি , ফিন গোস্বামীও হ্যাপি | সার্ভিস এভাবেই দিতে হয় | শুধু অর্থ রোজগারই আমাদের লক্ষ নয়, প্রতিটা ছাত্র-ছাত্রীকে একটা সঠিক গাইডলাইন , পরামর্শ , পারফেক্ট ওয়ে দেখানোই হচ্ছে প্রথম ধাপ | আর সেই কাজটাই সুদূর কোলকাতায় বসে অতি নিষ্ঠার সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে একনিষ্ঠমনে করে চলছেন ফিন গোস্বামী | দারুন স্মার্ট , সুশিক্ষিত , প্রতিভাবান , সাংস্কৃতিকমনা ফিনকে পেয়ে শা এসোসিয়েটস আনন্দিত ও ভরসার আইকন বলে মনে করছে | ফেসবুকের প্রত্যেকটা চমৎকার পোস্টের স্ক্রিপ্ট রাইটার ফিন | বিজ্ঞানের ছাত্র হয়েও বাংলা সাহিত্যে তার দখল প্রশংসার দাবিদার | রবি ঠাকুর আজ বেঁচে থাকলে ফিনকে নিয়ে হৈচৈ পড়ে যেত ! ফিনের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম তার হোয়াটস্যাপ-এ কল দেওয়া অথবা ইমেইলে তথ্য জানতে চাওয়া |
ফিনের ইমেইল আইডি : [email protected]
WhatsApp No. +919051873363