Student Name: Md Shaijuddin Jewel
Ex. Student of BRAC University
Admitted at NYIT – Vancouver
IELTS Score 7.0
আমাদের কাছে যখনই কোনো ছাত্র বা ছাত্রী আসে… আমরা মনে করি, উনি হয়তোবা ভবিষ্যতের নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস, অথবা মাইক্রোসফটের সোনিয়া বশির কবির, কিংবা প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক জাফর ইকবাল, নয়তো রুবাবা হক হবেন। আমরা সেভাবেই একজন ছাত্র-ছাত্রীকে মূল্যায়ন করি, তাঁদের কথা শুনি। তাঁদের স্বপ্নের সারথি হতে আমরা উৎসুক হয়ে থাকি। কারণ, সময়ের সাথে পাল্লা দিয়েই মানুষকে এগিয়ে যেতে হয়, মানুষই সময়ের কাছে বিক্রি হয়। সময় শুধু সাক্ষী থাকে। আপনার যোগ্যতা, ডেডিকেশন, একাগ্রতা, লেখাপড়ার প্রতি স্পৃহা আপনাকে নিজের গন্তব্যে নিয়ে যায়। তেমনি একজন ছাত্রের নাম মো: সাইজুদ্দিন জুয়েল। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে জুয়েল সোশ্যাল মিডিয়ার কল্যানে খুঁজে পেলো শা এসোসিয়েটসকে। ফেসবুকে রেফারেন্স নিয়ে তারপর সোজা বাপন সাহার কাছে, শা এসোসিয়েটসের আরেক জুয়েল (রত্ন)। কেমিস্ট্রিটা ভালোই হয়েছে, ব্যাস হয়ে গেলো স্বপ্নের পাখায় ভর করে ঢাকা থেকে কানাডার ভ্যাংকুভারের আকাশে উড়ে যাওয়ার সকল প্রক্রিয়া। ভ্যাংকুভারের NYIT ইনস্টিটিউটে ফুলটাইম এমবিএ করতে জুয়েল ভাই এখন ব্রিটিশ কলম্বিয়ার NYIT ক্যাম্পাসে। ওয়ার্ল্ডের বেস্ট লিভিং সিটি খ্যাত ভ্যানকুভারে জুয়েলদেরকেই মানায়, যারা দু’চোখ ভরা স্বপ্ন দেখে একদিন সেও হবে অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস অথবা সাবেক গভর্নর আতিউর রহমান কিংবা আনিস-উদ-দৌলা। আসুন, জুয়েলের মতো স্বপ্ন দেখি।