Student Name: Mahamudul Islam Sakib
Ex, Student of BRAC University
Admitted at University of Windsor
কিছু মানুষ থাকেন যাদের খুব সহজেই আর পাঁচটা মানুষের থেকে আলাদা করা যায়। তাদের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা আর দূরদৃষ্টি দিয়ে। নিজেদের সহজাত প্রতিভায় তাঁরা আকৃষ্ট করতে পারেন সবাইকে। ছক বাঁধা গণ্ডীর বাইরে গিয়ে ভাবাটাই যেন আলাদা করে তোলে এদের। এরকমই একজন মানুষের সাথে আজ পরিচয় করিয়ে দেব আমরা; ইনি মাহমুদুল ইসলাম সাকিব। বিধিবদ্ধ নিয়মে পড়াশোনার গণ্ডী শেষ করে অর্থ উপার্জন করাকেই ইনি প্রাধান্য দিতে পারেন নি। আরও উচ্চশিক্ষার তাগিদ ওনাকে থেমে থাকতে দেয়নি সাধারণ জীবনের মধ্যে। BRAC ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভের পর সাকিব ভাই নিজের মনের ডাকেই সাড়া দিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন সুদূর কানাডায়। আর এখানেই হয়ত তাঁর দূরদর্শিতার অসাধারণত্ব।
বুদ্ধিমান, শিক্ষিত এই যুবক জানতেন যে, অচেনা দেশে তাঁর স্বপকে বাস্তবায়িত করতে হলে এমন একজনের সঙ্গ প্রয়োজন, যিনি পারবেন সঠিক ভাবে পথ দেখিয়ে দিতে, পাশে থাকবেন তার ভরসার হাত হয়ে। না, সাকিব ভাই সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করেন নি একেবারেই। এলেন ঢাকার পান্থপথ অফিসের বাপন স্যারের কাছে। বাপন স্যার কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড, শা এসোসিয়েটসের একজন দক্ষ ভিসা কনসালটেন্ট। নিজের যুদ্ধের সেনাপতির হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হলেন সাকিব ভাই। বাপন স্যার ভিসার সমস্তকিছু ব্যবস্থা করে দিলেন এবং আশ্বাস দিলেন যেকোনো সমস্যায় পাশে থাকার। নির্বিঘ্নে ভর্তি হয়ে গেলেন সাকিব ভাই, কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে নিজের পছন্দের বিষয় নিয়ে। সাকিব ভাই আজ নিজের স্বপ্নপুরণের দিকে অনেকটাই এগিয়ে গেছেন, আর ওনার জন্য একরাশ শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে।