আপনি আজকে এখন যেটা ভাবছেন , এই মুহূর্তে ঠিক যেটা চিন্তা করছেন – আমরা সেটা আজ থেকে এক বছর আগেই ভেবে রেখেছি | আমরা জানতাম, কানাডা একটা সময় তার ভিসা প্রসেসিং-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ডিসিশন দেবে ; আজকে সেটাই সত্য হয়েছে | সুতরাং , আপনার প্রতিটা ডকুমেন্ট , প্রতিটা পেইজের তথ্য এমন হওয়া উচিত যা সফটওয়্যার টেকনোলোজির বক্সে প্রবেশের আগেই যেন রিজেক্টেড না হয় ! ফাইল সাবমিশন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর !
সুতরাং, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সময় নিয়ে স্টাডি পারমিটের ফাইল সাবমিশন করবেন | কোনো তাড়াহুড়া নয়, প্রয়োজনে একজন এক্সপার্ট কানাডা কোর্স গ্র্যাজুয়েট কিংবা কোয়ালিফাইড এডুকেশন এজেন্ট কাউন্সিলরের হেল্প নিন | দুইজনেই কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কন্সাল্ট্যান্ট | বাংলাদেশে মোট ৪০ জনের মধ্যে শা এসোসিয়েটসের চারজন এডুকেশন কনসালট্যান্ট এই সনদের গর্বিত দাবিদার |
এবার গরম গরম চা হয়ে যাক !— শা অ্যাডমিন ম্যানেজার