মিস দিল আফরোজা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কৃতি ছাত্রী ! সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ম্যাডাম দিল আফরোজা লেখাপড়ার জন্য কখোনই নিজেকে এক চুল ও ছাড় দেননি | ছোট ভাই মোহাম্মদ আল- রাকিব যখন আমাদের মাধ্যমেই কানাডায় উচ্চ শিক্ষা নিতে ইউনিভার্সিটি অফ উইন্ডসরে পড়তে গেছে, তখন থেকেই ম্যাডামের ইচ্ছে জাগলো ….আমাকেও যেতে হবে | আমি ও পারবো ! আর তা ছাড়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একশো স্টুডেন্ট যদি শা এসোসিয়েটসের মাধ্যমে যেতে পারে, তাহলে আমার ভিসা হবে না কেন ? রাকিব যার মাধ্যমে গিয়েছিলো , সেই বাপন স্যারের সাথে দেখা করলেন ম্যাডাম আফরোজা | ইউনিভার্সিটি অফ উইন্ডসর-এ মাস্টার্স অফ ম্যানেজমেন্ট এ উচ্চ শিক্ষা নিতে তিনি এখন কানাডায় |
মেধাবী ছাত্র-ছাত্রীরা জীবনের লক্ষ্যে পৌঁছতে কখোনই বেশী সময় নিয়ে গবেষণা করেন না | শুধু একটা মাস্টার প্ল্যান করেই শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যান | এখানেই তাদের কৃতিত্ব , আর আমাদের কৃতিত্ব হচ্ছে এ’ধরণের মেধাবী সন্তানদের পরিপূর্ণ সার্ভিস দিয়ে তাদের স্বপ্নের সারথি হতে পারা | আমাদের সাফল্যের গল্প চলতেই থাকবে …স্টে টিউন |