অনেকদিন পর AIUB
ঢাকার AIUB ক্যাম্পাসে জ্বলজ্বল করা দুটি মুখ আজ কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুটি ম্যাপেল লিফ যেন! ইয়েস, যাদের কথা বলছি, তাঁরা হলেন ফয়সাল মুহাম্মদ রিয়াদ ও নুসরাত জাহান বৃষ্টি। কানাডায় উচ্চশিক্ষার সাফল্যের ধারাপাত শেখা হয়েছে আমাদের আল-আমিন স্যারের হাত ধরেই। আর তাইতো, স্যার যখন কানাডায়; তখন কি আর মন্ট্রিয়লে মন বসে? আল-আমিন স্যারের সাথে দেখা করতে চলে এলেন প্রিয় কফিশপে। কফি খেতে খেতে ভাললাগার অনেক অনুভূতি, অভিব্যক্তি চোখে-মুখে। মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম শেষ করে ভবিষ্যতের একটা নির্দেশনাও নিয়ে নিলেন। আসলে যাঁরা জীবনে কিছু করতে চায়, সফল মানুষের হাত ধরেই এগিয়ে যেতে হয়। রিয়াদ ভাই আর বৃষ্টি ম্যাডাম তাই করলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করে কানাডিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স… কোথায় যেন একটা চমৎকার কম্বিনেশন!! শা এসোসিয়েটস এ’ধরণের বন্ডিং, উচ্ছল উজ্জ্বল তারুণ্যকে জানায় অভিবাদন।