L O A D I N G

AIUB –এর সইফুল আজম আজ Concordia University–তে।

Student Name: Saiful Azom
Ex. Student of AIUB
Admitted at Concordia University

“ থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎ টা কে”- ছেলেবেলা থেকেই যার মনের মধ্যে অজানা কে জেনে নেওয়ার, অচেনাকে চিনে নেওয়ার উত্তাল আগ্রহ, সে কখনই চেনা গণ্ডীর বৃত্তে জীবনযাপনে বিশ্বাসী হয়না। দিগন্ত ছুঁতে চাওয়ার মনোভাব আর সাফল্যের সীমাকে মুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা নিয়েই বড় হয়েছেন সইফুল আজম। তার মনের ব্যপ্তি তার শিক্ষায়, আর তৃপ্তির ব্যপ্তি সফলতায়। সইফুল ভাই AIUB –এর একজন প্রাক্তনী। AIUB-তে নিজের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন, এটাই ছিল তার উদ্দেশ্য। শিক্ষাগত দিক থেকে কানাডার সুনাম কারোর অজানা নয় এবং সইফুল ভাইও ঠিক করলেন, তিনি পাড়ি দেবেন কানাডায়, পূর্ণ করবেন তার শিক্ষা, মিটিয়ে নেবেন ভিনদেশে ঘোরার স্বপ্ন। মেধাবী এই তরুণ সোজা চলে এলেন শা এসোসিয়েটসের চট্টগ্রাম অফিসে আমাদের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের কাছে। মনোজিৎ দাশ, কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড কনসালটেন্ট। সমস্ত ব্যবস্থা করে দিলেন মনোজিৎ স্যার। সইফুল ভাই ভর্তি হয়ে গেলেন কানাডায় Concordia University–তে। 

নিজের পথপ্রদর্শকের ভূমিকায় মনোজিৎ স্যারকে পেয়ে সইফুল ভাই যে কতটা আনন্দিত এবং নিশ্চিন্ত হয়েছিলেন, এই ছবিটিই তার প্রমাণ। পেশাদারি সম্পর্কের বাইরে গিয়েও যদি কারো সাথে আত্মীয়তা অনুভূত হয়, তার গুরুত্ব জীবনে কতখানি, সেটা সইফুল ভাই মনে হয় মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তাই তার অতি প্রিয় মনোজিৎ স্যারের সাথে এই মুহূর্তটা ফ্রেম বন্দী করে নিয়েছিলেন। সইফুলের জন্য আমাদের তরফ থেকে একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা। — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment