L O A D I N G

Ahsanullah University of Science and Technology থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর উপর অনার্স শেষ করে আসিফ ভাই এখন কানাডার সেনেকা ক্যাম্পাসে।

Student Name: Asif Khan
Ex. Student of Ahsanullah University of Science and Technology
Admitted at Seneca College

আমাদের আজকের পোস্ট আসিফ খানকে নিয়ে! হয়তো চলচ্চিত্রে কিংবা টেলিফিল্ম ইন্ডাস্ট্রির কোনো খান নয়, কিন্তু ক্যারিয়ার জগতে আসিফ খান অবশ্যই হিরো। কারণ যারা জীবনকে অল্প বয়সে প্ল্যান করে একটা জায়গায় নিয়ে যান, তাদেরকে আমরা নায়ক-ই বলি! আসিফ খান তাঁদের মধ্যে একজন। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর উপর অনার্স শেষ করে পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিলেন কানাডাকে। ডিসিশন নিলেন প্রথমে কানাডায় একটা পিজিডি করে তারপর মাস্টার্সটা করবেন। কারণ, হুট্ করে গিয়েই নর্থ আমেরিকার পড়াশোনার ধাঁচে নিজেকে জড়িয়ে ফেলা সহজ হবে না। ভালো নায়করা কিন্তু সব ছবিতেই অভিনয় করেন না। টরোন্টোর সেনেকা কলেজে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপর পিজিডি করতে আসিফ ভাই ক্যারিয়ার লাইফস্টাইলে নতুন সাইনিং করলেন। এবার আরো সামনে এগিয়ে যাওয়ার পালা। জীবনটাই একটা ফিল্মের মতো, গল্প যত ভালো হবে; দর্শক ততই মুগ্ধ হবে। আসিফ ভাই শা এসোসিয়েটসে মুগ্ধতা ছড়িয়েই আজকে কানাডার সেনেকা ক্যাম্পাসে।

Leave a Comment