কানাডা যাত্রার প্রস্তুতি তো তুঙ্গে। ‘শা এসোসিয়েটস’ এর দক্ষ পরামর্শদাতারা তো আছেই চলার প্রতি পায়ে পায়ে। কিন্তু পোঁছে তো গেলেন কিন্তু জেনে নেওয়া যাক কিছু খুঁটিনাটি।
আজ জানব,থাকার জায়গা নিয়ে।
থাকার জন্য শর্ট টার্ম যে ব্যবস্থা গুলি হতে পারে,
১। হোটেল(মূল্য পরিসীমা শুরু কমপক্ষে $45- $75 CDN প্রতি রাতের জন্য)
২। যুব হোস্টেল(হোস্টেলে একটি কক্ষের গড় খরচ: $10 – $20 প্রতি রাতের CDN)
আর দীর্ঘ মেয়াদী ব্যবস্থা অবশ্যই,
১। কলেজ গুলির নিজস্ব হোমস্টে। (হোমস্টে বাসস্থানের গড় খরচ: $400- $800 CDN প্রতি মাসে)
২। বাসা / ডরমিটরি। (একটি স্যুট বা অ্যাপার্টমেন্টের গড় খরচ: $400- $1,500 CDN মাসিক/শেয়ার করলে $250 – $700 CDN মাসিক।)
প্রসংগত,একটি লিজ সাইন ইন করার সময়, বাড়িওয়ালা ও ভাড়াটেরা ভাড়ার ইউনিট (পার্কিং, কেবল, ওয়াই-ফাই, তাপ, বিদ্যুৎ, এয়ার-কন্ডিশনার) দ্বারা প্রদত্ত ভাড়া এবং পরিষেবাগুলিতে সম্মত হয়। একটি নীতি হিসাবে, 12 মাসের মধ্যে ভাড়া বাড়ানো যায় না।
এবিষয়ে আরো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন।
পরবর্তীতে থাকবে কানাডার হালচালের আরো খুঁটিনাটি। ভিসা তৈরি তো??