স্বপ্নের উড়ান – অসমাপ্ত গল্পের বিরতি
এই পোস্টের ছবিটি হচ্ছে আত্মবিশ্বাস ও আস্থা রাখা যায় এমন একটি অফিসের একটি টিমের আংশিক ছবি |
গত একমাস আমরা একটানা ত্রিশটি সাকসেস স্টোরিজের ছবি পোস্ট করেছি | যে সফলতার জার্নিতে IELTS 6.0 যেমন ছিল, তেমনি ছিল IELTS 6.5, 7.0, 7.5, 8.0, 8.5 ; স্টাডি পারমিটের পাশাপাশি ওপেন ওয়ার্ক পারমিটের সাকসেস স্টোরিজ ছিল ; ছিল ভিজিটর ভিসার সফলতার গল্প; পুরো পরিবার নিয়ে ভিসা প্রাপ্তির উচ্ছাস ছিল | আমরা ইচ্ছে করলে এ’রকম পোস্ট একটানা তিন মাস দিতে পারবো | কিন্তু আমরা চাই না ; শুধু সফলতার গল্প পড়িয়ে আপনাকে তথ্য প্রদানে বিমুখ করি | আপনাকে এজেন্টের উপর নির্ভরশীল হিসেবে গড়ে তুলি | সেজন্য আমরা অনেক পোস্ট দিয়েছি কিভাবে কেমন করে একা একা প্রসেস করে আপনি নিজেই আপনার স্বপ্নের সফলতার সিঁড়িতে গিয়ে দাঁড়াবেন ! যেটা কোনো কঠিন কাজ নয় ! আমরা ভিসা সংক্ৰান্ত ভর্তি সংক্রান্ত ভিসা পরবর্তী জীবন যাপন নিয়ে নানারকম পোস্ট দিয়ে আপনাদের খুব কাছাকাছি আসতে পেরেছি, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি | শুধুমাত্র বিজনেস করবার মন-মানসিকতা নিয়ে শা এসোসিয়েটস কখনোই পরিচালিত হয়না ; আমরা সেবামূলক সার্ভিস প্রদানের মাধ্যমে আপনাদের আরো আস্থাভাজন হতে চাই | আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে | আমাদের প্রতিটা পেইজ ফলো করলে , আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলেই আপনি আপনার কাঙ্খিত প্রত্যাশিত অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন |
অনেকের পাসপোর্ট দেরিতে রিসিভ করায় অফার লেটার ডেফার করতে হয়েছে ; যাঁরা আগামী জানুয়ারী সেশনে যাবেন | তাঁদের সকলের পোস্ট সহ নতুন ” স্বপ্নের উড়ান ” সিরিজ নিয়ে হাজির হবো পহেলা জানুয়ারী ২০২৩ থেকে ৩১শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত্য | ততদিন পর্যন্ত্য আমাদের ধারাবাহিক ইনফর্মেটিভ পোস্টের দিকে খেয়াল রাখুন | যে কোনো তথ্যের জন্যে আপনি শা এসোসিয়েটসের কর্পোরেট অথবা চট্টগ্রাম অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন | এ’ছাড়া আমাদের কলকাতা অফিসের সাথে হোয়াটস্যাপ কাউন্সেলিং কিংবা মেসেঞ্জার চ্যাটিংয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন | নিচের ফার্স্ট কমেন্টের যে কোনো একটি লিংকে ক্লিক করে আপনার কাঙ্খিত সেবা গ্রহণ করুন | SA Associates Canada ImmigrationAir CanadaCanada