L O A D I N G

একটি সুখী দম্পত্তির গল্প

অনেকদিন পর একটি সুখী দম্পত্তির গল্প শোনা যাক |

সাইফুল ইসলাম মৃধা ও রোকসানা ইয়াসমিন | ২০১৪ সালে আমার কাছে কানাডায় মাইগ্রেশনের জন্য ফাইল জমা দিলেন | অপেক্ষার পালা শুরু | সেই স্বপ্ন পূরণ হতে লাগলো তিনটি বছর | কিন্তু সাইফুল সাব একদিনের জন্যও হতাশ হননি | আমি সবসময় বলেছিলাম , কানাডায় ইমিগ্রেশন একটি লং টার্ম প্রক্রিয়া | ঢাকা শহরের হাটে-মাঠে-ঘাটে কিছু কনসালটেন্সি ফার্ম চার মাসের মধ্যে কানাডায় নিয়ে যায়…..এমন অবস্থা !| আর সেখানে আমাদের সাইফুল ভাইয়ের লাগলো পাক্কা তিন বছর | আমি সবসময় উৎসাহ দিতাম, আর বলতাম হাতে ভিসা না আসা পর্যন্ত্য চাকুরী ছাড়বেন না | ভাবীকে কোনো প্রকার মিথ্যে আশ্বাস দিয়ে কোনো কিছু কিনতে বাধা দিবেন না ; বাচ্চাকে স্কুল থেকে ছাড়িয়ে আনবেন না | সঞ্চয়ী মনোভাবে বেড়ে উঠুন | আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে শুনেছেন সাইফুল ভাই | আজ উনি কানাডার সাস্কাচুয়ানে (Saskatoon) | যে সকল ব্যক্তি কিছু নাম না জানা নতুন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা কতিপয় ফার্মের আয়োজনে ঢাকা ও চট্টগ্রাম শহরের দামি দামি হোটেলের সেমিনারে, কনফারেন্সে অংশগ্রহণ করে টাকা পয়সা জমা দিয়ে এখন কানাডায় যাবার অপেক্ষায় আছেন……তাদের জন্য আমার একটাই উচ্চারণ ” যেদিন ভিসা পাবেন , অবশ্যই শা এসোসিয়েটসে এসে গরম চা বা কফি খেয়ে যাবেন | আদৌ পাবেন কিনা জানি না !! তবে আমার খুব ইচ্ছে , আপনার মুখ থেকে শুনবো কিভাবে কেমন করে পটিয়ে আপনার পকেট থেকে টাকা বের করে স্বপ্নের মূলা ঝুলিয়ে আপনাকে বোকা বানানো হয়েছে !! “

আপনি শা এসোসিয়েটসে সাদরে আমন্ত্রিত | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment