হবিগঞ্জের কৃতি ছাত্রী মনিমালা ঘোষ ! ইংলিশে অনার্স-মাস্টার্স করে চাকুরী নিলেন হবিগঞ্জের-ই একটি সরকারি প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা হিসেবে ! দু’চোখ ভরা কেবলি স্বপ্ন আরো পড়তে চাই, আরো জানতে চাই, জ্ঞানের বিশাল রাজ্যে ঢুকতে চাই, বিশ্বের সবচেয়ে সুখী-সমৃদ্ধশালী দেশ কানাডায় যেতে চাই | আর স্বপ্ন দেখলেই কি যাওয়া সম্ভব ? সংসার , চাকুরী সব ব্যস্ততার মধ্যেও IELTS-এ স্কোর তুললেন ৭.০ | মাস্টার্স করা স্টুডেন্ট কানাডায় যেতে হলে সেইরকম ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনতে হবে, কোর্স সিলেকশন পারফেক্ট হতে হবে , উদ্দেশ্য সঠিক থাকতে হবে | একজন ভিসা কনস্যুলারকে নিজের স্বপ্নের ভিতরে ঢুকিয়ে তাঁর মগজ ধোলাই করার মধ্যেই একজন বুদ্ধিমান ছাত্র বা জিনিয়াস ছাত্রীর কৌশল | সেই কাজটা সবাই পারে না ; কিন্তু শা এসোসিয়েটস এর যে কোনো কনসালটেন্ট পারে | আর সেই বিশ্বাস থেকেই মনিমালা এসে হাজির সরাসরি আমার কাছে |
কানাডার ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে অফার লেটার এনে ভিসা করতে আমার খুব একটা বেগ পেতে হয়নি , কারণ আমি তো জানি কোন কাজটা কিভাবে করতে হবে ? মনিমালা যাওয়ার আগে আমার সাথে দেখা করে একটা কথাই বলে গেলো- স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ দুটো জিনিস যখন বাস্তবে রূপ নেয়, তখন সেটা দুর্গাপূজার আনন্দের চেয়েও বেশী ভালো লাগে স্যার |আসলেই তাই, মনিমালার খুশি আর হাসিমুখ আগামীকাল লক্ষীপূজার উপহার হিসেবে থাকুক আমার হৃদয়ে ! —- সুপ্রিয় কুমার চক্রবর্তী, সি.ই.ও