L O A D I N G

বি.বি.এ বাংলাদেশে ….এম.বি.এ কানাডায় ! এটাই জীবন !!

আবারো চট্টগ্রাম ! আসুন দুই বন্ধুর সাফল্যের গল্প শোনা যাক |
বা’দিকে হাস্যোজ্জ্বল শাফকাত নিজাম কিষান , ডানে মামুনুর রশীদ | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ শেষ করে শাফকাতের প্রফেশনাল ক্যারিয়ার লাইন আপ এতটাই চমৎকার যে , কানাডার থমসন রিভার্স ইউনিভার্সিটিতে সরাসরি এম.বি.এ-তে ভর্তি করতে এতটুকু বেগ পেতে হয়নি আমাদের শা এসোসিয়েটসের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাশের | অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ শেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাউন্টস অফিসার জনাব মামুনুর রশীদ ভাবলেন একটা এম.বি.এ ডিগ্রী হলে জীবনটাই বদলে দেওয়া সম্ভব | দেখা করলেন, মনোজিৎ দাশের সাথে | স্বপ্নের সাথে বাস্তবতার ছক আঁকলেন মনোজিৎ স্যার ! উনি জানেন কার স্বপ্ন কিভাবে পূরণ করতে হবে ? শাফকাত নিজাম কিষান ও মামুনুর রশীদ সঠিক জায়গায় এসেছেন বলেই কানাডার থমসন রিভার্স ইউনিভার্সিটিতে এম.বি.এ ডিগ্রী লাভ এখন সময়ের ব্যাপার মাত্র ! তার উপর বোনাস হিসেবে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের হাতছানি ! যেটা কেবল একমাত্র কানাডাতেই সম্ভব ! শাফকাত ও মামুনুর ভাই দুজনেই এখন কানাডায় |

চট্টগ্রামের শা এসোসিয়েটস অফিস শুধুমাত্র তাদের জন্যই , যারা জীবনকে নিজের ভবিষ্যতকে একটা সিকিউরড জায়গায় দেখতে চান | মনোজিৎ স্যার যেন ঐদলের ক্যাপ্টেন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment