L O A D I N G

” A Journey from London to Canada “

লন্ডন কলেজ অব একাউন্টেন্সি ( LCA ) থেকে ACCA শেষ করে মোহাম্মদ আনসার উদ্দিন পরবর্তী গন্তব্য ঠিক করলেন কানাডায় মাস্টার্স করা | পরিকল্পনার পরীকে সাথে নিয়ে দেখা করলেন আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাশের সাথে ! মনোজিৎ স্যার যখন নিজেই সুইডেন থেকে এম.বি.এ করে এলেন, তখন আনসার ভাইকে সেরা এডভাইসটা দিতে ভুল করলেন না | কানাডার থম্পসন রিভার্স ইউনিভার্সিটিতে পিজিডি ফলোড বাই MBA করতে অফার লেটার এনে দিলেন, এবার ভিসার পালা | মনোজিৎ স্যার তাঁর নিজের ভিসার অভিজ্ঞতার আলোকে ভালো করেই জানেন, কিভাবে একটা ফাইলকে সফলতার আলোর মুখ দেখাতে হয় !! কারণ, ছোট্ট একটা ভুল কন্ফার্মড ভিসার ফাইলকে পর্যন্ত ডিক্লাইন করে দিতে পারে !! অতএব, খুব ভেবে চিনতে স্টাডি প্ল্যান , ফিনান্সিয়াল এফিডেভিট , কভার লেটার , সি.ভি , আনুষঙ্গিক সকল কাগজ তৈরিতে পুরু মুন্সিয়ানার ছাপ রাখলেন শা এসোসিয়েটসের চৌকষ অফিসার মনোজিৎ দাশ | আনসার ভাইয়ের ভিসা হলো , কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল তাঁর | ! লন্ডন থেকে কানাডা …….আনসার ভাইয়ের পথচলা যেন কখনোই শেষ না হয় !! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment