L O A D I N G

উচ্চ শিক্ষার্থে কানাডায় যেতে ফল সেশনের (September 2017) ফাইল জমা নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী পহেলা অগাস্ট পর্যন্ত |

কানাডার স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের দুটি কথা :

উচ্চ শিক্ষার্থে কানাডায় যেতে ফল সেশনের ( September 2017 ) ফাইল জমা নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী পহেলা অগাস্ট পর্যন্ত | যারা ইতিমধ্যে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ থেকে Acceptance Letter অথবা অফার লেটার পেয়ে গেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন …কয়েকটি বিষয়ের জন্য- টপ 5 : যেমন,
1. কিভাবে ফর্ম Fill-up করবেন
২. স্টাডি প্ল্যানটা কিভাবে লিখলে ভালো হয়
3. কভার লেটার এর ধরণটা কেমন হলে ভিসা কনসুলার পড়ে খুশি হবেন
4. আপনার স্পনসর এর কি কি কাগজ কিভাবে জমা দিলে ভিসা কনসুলারের বুঝতে সুবিধা হবে
5. ব্যাঙ্ক সাপোর্ট ( এডুকেশন লোন ) কিভাবে নিতে হয়, কতদিনের জন্য নিলে ভালো হয় ?

যারা গত সেশনে ( স্প্রিং এন্ড উইন্টার 2017 ) অফার লেটার এনে নিজে নিজে ট্রাই করে রিফিউজড হয়েছেন, তারা ও যোগাযোগ করতে পারেন | আমাদের কাছে আসার আগে ভালো করে আমাদের সম্মন্ধে জেনে, শুনে , বুঝে তারপর আসবেন | আপনার বিশ্ববিদ্যালয়ের বা কলেজের কোনো বড় ভাই বা বোন কিংবা আপনার সহপাঠী তাদের কাছ থেকে জানার চেষ্টা করলে ভালো হয় ! আমাদের অফিস থেকে প্রতি তিনমাস পর পর প্রকাশিত নিউজলেটার-এ ছাত্র-ছাত্রীদের Testimonial পড়ে আমাদের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহী হবার জন্য বিশেষ অনুরুধ করা গেলো |

মিষ্টি মধুর কথা বলে আপনার কাছ থেকে ফাইল নেবার পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই ! বিস্তারিত তথ্যের জন্য সরাসরি গুলশান অফিসে এসে কথা বলুন !
আমরা আপনার সময় , শ্রম ও কষ্টার্জিত অর্থের যথাযথ সন্মান ও মূল্য দিতে বদ্ধপরিকর |

Leave a Comment