L O A D I N G

জলের গতিকে যেমন আটকানো যায় না ; ঠিক তেমনি স্বপ্ন দেখাকেও রোধ করা যায় না | রিয়াশাদকে লুফে নিলো কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু আর ইউনিভার্সিটি অফ আলবার্টা |

মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে লিখতে গেলে আমার কলম ধন্য হয় | আমি আনন্দে আত্মহারা হই | খুশিতে আমার চোখে জল চলে আসে | তেমনি একজন ছাত্র রিয়াশাদ সিদ্দিকী | সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি ( SUST ) থেকে অনার্স শেষ করে মাস্টার্স করতে যাঁর স্বপ্ন দেখার কথা , সেই রিয়াশাদকে ঐ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে নিয়োগ দিয়ে রেখে দিলেন কর্তৃপক্ষ | কিন্তু মাস্টার্স করা চাই রিয়াশাদের | জলের গতিকে যেমন আটকানো যায় না ; ঠিক তেমনি স্বপ্ন দেখাকেও রোধ করা যায় না | রিয়াশাদকে লুফে নিলো কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু আর ইউনিভার্সিটি অফ আলবার্টা | দুটুই সেই রকম বিশ্ববিদ্যালয় , তাও আবার ফুল স্কলারশিপে !! হতেই হবে, আগেই বলেছি …..নর্থ আমেরিকার কানাডা হচ্ছে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে | তাঁদের জন্য কানাডার প্রত্যেকটি প্রভিন্সের দরজা খোলা | রিয়াশাদের মতো ছাত্ররা যখন শা এসোসিয়েটসে এসে আমাদের সার্ভিস নেয়…তখন বুঝতে হবে আমাদের অবস্থানটা কোথায় ? শুধু কথার ফুলঝুরিতে যে কাজ হয় না …..সেটা নিশ্চয় রিয়াশাদের মতো ছাত্র-ছাত্রীরা জানে , বুঝে ও অভিজ্ঞতা আছে বলেই আমাদের এতো সাফল্য , এতটাই গভীরে আমাদের শিকড় ! শা এসোসিয়েটস শুধু একটি ইমিগ্রেশন এন্ড স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম নয় …….এটা অগণিত মেধাবী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ক্যারিয়ার গঠনের আস্থা ও ভরসার প্লাটফর্ম | রিয়াশাদ সিদ্দিকীকে আমার প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা | — সুপ্রিয় কুমার চক্রবর্তী , সি .ই. ও

Leave a Comment