সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ওলিউর রহমানের পরবর্তী সিদ্ধান্ত নিতে একটু ও দেরি হয়নি ! ইন্টারনেট ঘেটে ঘুটে অবশেষে ঠাঁই হলো শা এসোসিয়েটসের সোনালী স্বপ্নের ভুবনে ! দেখা করলো আমার সাথে, ওলিউরের কথা একটাই , ” সি.ই.ও-র সাথে দেখা করবো ; তাঁর হাতেই তুলে দিবো আমার স্বপ্ন ” | আমার জন্য কাজটা কঠিন না , কারণ ভালো ছাত্রদের জন্য আমার খুব কমই এফোর্ট দিতে হয় ! কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর-এ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করতে যেমন খুব একটা বেগ পেতে হয়নি, তেমনি ভিসা করতেও খুব একটা সমস্যা হয়নি ! কারণ, ভিসা হওয়ার জন্য যা যা অনুকূলে থাকার দরকার ছিল, ওলিউরের সবই ছিল | যেমন, ভালো IELTS স্কোর , গুড ফান্ড , এক্সসিলেন্ট CGPA, চমৎকার ফ্যামিলি টাইস..যা ওলিউরকে ভিসা পেতে অনেকটা হেল্প করেছে | আমার ম্যাজিক বা কারিশমা কতটা ছিল….., সেটা মূল্যায়ন করবে ওলিউর | সিলেটের লোকজন সবসময় কথা ও কাজে যে এক হয়, তা ওলিউরের বাবা এবং ওলিউর ভিসা হবার পর প্রমান করে দিয়ে গেলেন | ধন্যবাদ ওলিউর !— সুপ্রিয় কুমার চক্রবর্তী , সি.ই ও
SA Associates | Embassy of the Global Citizen