
উচ্চশিক্ষার জন্য ম্যাডাম কানাডা চলে যাওয়ার পর ইসমাইল ভাইয়ের মন খারাপ | একটা টেনশন, এতো দূরের দেশ , একা একা ম্যাডাম সব পারবেন তো ? এইসব ভাবনা প্রতিনিয়ত ইসমাইল ভাইকে তাগাদা দিয়ে আসছিলো — আর অপেক্ষা নয় , এইবার প্রস্তুতি নাও ইসমাইল | তোমার জন্যে অপেক্ষার প্রহর গুনছে প্রিয়তমা !ইসমাইল ভাই অনেকের মুখে খালি শুনছেন- এখন কানাডা ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা দিচ্ছে না ! আবেদন করলেই রিফিউজ্ড !! কিন্তু না, উনি জানতেন- আর যে যাই বলুক, শা এসোসিয়েটস ফাইল নেওয়া মানে ভিসা | সেটা এখন আমেরিকা কিংবা কানাডা যেই হউক ! ইসমাইল ভাই এসে দেখা করলেন আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের সাথে | স্বপ্নের উড়ানের পায়রাগুলো যেখানে খেলা করে | ইসমাইল ভাই আসলেন, হাসিমুখে বাড়ি ফিরলেন |বাংলা শুভ নববর্ষের জম্পেশ ইলিশ পোলাওর গরম ধোঁয়ায় মুখরিত হউক উইন্ডসরের বাতাস | — শা অ্যাডমিন ম্যানেজার