L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম পাপিয়া সুলতানা | IELTS: 7.0

সিটি ইউনিভার্সিটি থেকে HRM-এর উপর বিবিএ শেষ করে পাপিয়া ম্যাডামের চোখে-মুখে নতুন স্বপ্ন , নর্থ আমেরিকাতে এমবিএ করা কিংবা মাস্টার্স , যে কোন একটা | উনি ভালো করেই জানেন, আমেরিকা বা কানাডায় পড়তে যাওয়া মানেই IELTS লাগবে | স্কোর তুলে রাখলেন 7.0 |

এরপর চিন্তা করলেন, ভার্সিটির বই ঘরে থাকলেও মানুষ জানার জন্য ভার্সিটিতে নিয়মিত ক্লাসে যাই কেন ? প্রফেসর কিংবা লেকচারার স্যারের কাছে গিয়ে ধর্ণা কেন দেন ছাত্র-ছাত্রীরা ? তারমানে, ভার্সিটির বই ঘরে থাকলেই আপনি সব জানেন, সব বুঝেন , ব্যাপারটা এমন না | প্রতিটা কাজেরই একটা স্টেপ আছে | বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেইম ! পাপিয়া ম্যাডাম অনলাইনে রিভিউ দেখে সোজা চলে আসলেন শা এসোসিয়েটস অফিসে | একজন এডুকেশন কনসালট্যান্ট এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে | এবার স্বপ্ন পূরণের পালা , স্বপ্নের উড়ান গল্প লেখার অপেক্ষা |

আমাদের চিফ এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহা স্যার জানতেন- কোন ভার্সিটিতে আবেদন করলে কোন কোর্স আবেদন করলে হাজব্যান্ডকে নিয়ে ম্যাডাম ভিসা পাবেন | একসঙ্গে ফ্লাই করতে পারবেন |
কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে Mstr Management-Human Resource বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনে পাপিয়া ম্যাডাম তাঁর প্রিয় হাজব্যান্ড মো: হাসিবুল হাসান মুন্না ভাইকে নিয়ে এখন স্বপ্নের শহর উইন্ডসরে | এবার জীবনের নতুন উইন্ডো খোলার পালা | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment