L O A D I N G

কংগ্রাচুলেশন্স ম্যাডাম ডাঃ সুমাইয়া | IELTS: 8.5

নর্থ সাউথ থেকে মাস্টার অফ পাবলিক হেলথ করেও ডাঃ সুমাইয়া হানিফা বারী ম্যাডামের আরো উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা | সেই স্বপ্ন ও আত্মবিশ্বাস নিয়ে শা এসোসিয়েটস অফিসে | IELTS-এ স্কোর তুললেন 8.5 | চাকুরী করেছেন বারডেম ও বাংলাদেশ ডেন্টাল কলেজ এন্ড হসপিটালে | ইচ্ছে করলে ম্যাডাম নিজে নিজেই এই কাজ করতে পারতেন; কিন্তু তিনি তা করলেন না ! ভরসা রাখলেন একজন এডুকেশন এন্ড ভিসা এক্সপার্টের কাছে | কারণ, একজন ডেন্টিস্ট হয়ে উনি নিজেই বলেছিলেন – দাঁতের সমস্যার জন্য চোখের ডাক্তারের কাছে গেলে তো হবে না | আবার গ্রাম্য হাটে টুল নিয়ে বসা ২০০ টাকা দিয়ে দাঁত তোলার আনাড়ী লোকের কাছে গেলে যা হবার তাই হবে !!

ম্যাডাম সোজা চলে এলেন সিইও স্যারের কাছে | কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি ( McGill ) মেধাবী এই স্টুডেন্টকে পিক করতে দেরি করেনি | মাস্টার্স অফ ডেন্টাল সাইন্স ডিগ্রি অর্জনে ম্যাডাম এখন কানাডায় | আপনার আরো সাফল্য কামনা করছি ডাঃ: সুমাইয়া হানিফা বারী | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment