
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বিবিএ শেষ করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে লেকচারার পদে জয়েন করলেন এস এম ইউসুফ মল্লিক স্যার | কিন্তু মনের ভিতর একটা উচ্চতর ডিগ্রি নেওয়ার বাসনা তাড়া করে ফিরছিলো উনাকে | সেই স্বপ্ন ও আকাঙ্খা লালন করে উনি IELTS-এ স্কোর তুললেন 8.0 | কানাডার নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি মল্লিক স্যারকে পিক করতে বিন্দুমাত্র দেরি করেনি | NYIT-তে এমবিএ করতে সপরিবারে মল্লিক স্যার এখন ভ্যাঙ্কুভারে | আমরা উনার উত্তরোত্তর সাফল্য কামনা করি | – শা অ্যাডমিন ম্যানেজার