
ফেসবুকে আর ইউটিউবে কিছু তথাকথিত ব্লগার , ইউটিউমার , ফেসবুকার খিস্তিখেউড় করে বেড়ায় যে- কানাডা নাকি এখন ফ্যামিলি সহ ভিসা দিচ্ছে না | আমাদের এই পোস্ট সেইসব ভাসমান অদৃশ্য অনলাইন কনসালট্যান্টের জন্যে চপেটাঘাত | যোগ্যতা থাকলে কানাডার ভিসা সিঙ্গাপুরে গিয়ে অফিসে বসে আনা সম্ভব ! ভিসা প্রসেসিংয়ের নিয়ম-কানুন জানা থাকতে হবে | ইউটিউবে ভিডিও দেখে আর সারাজীবনে নিজের একটা ভিসা করে অনেকে মহাপন্ডিত ভাবা শুরু করে | তাদের জন্য শা এসোসিয়েটসের পক্ষ থেকে থাকলো এক ঝুড়ি করুণা ও সমবেদনা |
সামান্থা ম্যাডাম UODA- ( University Of Development Alternative ) থেকে অনার্স করে স্বপ্ন দেখলেন , নেক্সট ডিগ্রি কানাডা থেকে এবং সেটা অবশ্যই সপরিবারে | একফাঁকে IELTS-এ স্কোর তুলে নিলেন 7.5 | অনেক আশা ও স্বপ্ন নিয়ে আমাদের কর্পোরেট অফিসে আসলেন | দেখা করলেন আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারের সাথে | বাপন স্যার শুরু করলেন স্বপ্নপূরণের নকশি কাঁথার নিখুঁত কারুকাজ | অবশেষে সামান্থা ম্যাডামের কানাডা গমনের সেই শুভ দিন , এতো সুন্দর একটা ছবি তোলার মুহূর্ত | কানাডার FDU-( Fairleigh Dickinson University ) ইউনিভার্সিটিতে Administrative Science বিষয়ে মাস্টার্স করতে ম্যাডাম এখন সপরিবারে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাংকুভারে | আমরা উনার উত্তরোত্তর সাফল্য কামনা করি | — শা অ্যাডমিন ম্যানেজার