স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৮
কংগ্র্যাচুলেশন্স তাজদীদ হোসাইন ভুবন | IELTS 7.0
ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করবার পর ম্যাক্সিমাম স্টুডেন্টসদের স্বপ্ন থাকে — ঢাকা বিশ্ববিদ্যালয় , জাহাঙ্গীরনগর কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ; সেকেন্ড চয়েস নর্থ সাউথ , ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট অথবা আহসানুল্লাহ ! অনেকের ফার্স্ট টার্গেট বাইরে পড়তে যাওয়া | সেভাবেই নিজেকে প্রস্তুত করে | কোচিং করে IELTS-এ ভালো স্কোর তোলার জন্য | কারণ, আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেনে পড়তে যাওয়া মানেই IELTS/TOFEL-এ এক্সিলেন্ট স্কোর লাগবেই |
ভুবন সেই লক্ষ্য নিয়ে কানাডার এডুকেশন ভুবনে পা রাখবার জন্য নিজেকে প্রস্তুত করে নিলো | বিদেশে পড়তে যাওয়ার চিন্তা মাথায় এলে এডুকেশন এজেন্ট নির্বাচন আরেকটি বড় চিন্তা | ভুবন ও তাঁর পরিবার শা এসোসিয়েটসকে আবিষ্কারের পাশাপাশি আমাদের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহাকে নির্বাচিত করলো | কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে ( MUN ) বিবিএ ডিগ্রি অর্জনে ভুবন এখন তাঁর স্বপ্নের দেশে | আমরা তোমার সার্বিক সফলতা কামনা করছি | — শা অ্যাডমিন ম্যানেজার