স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৬
কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম ইফ্ফাত জেরিন | IELTS 7.0
( University of Asia Pacific -UAP ) প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনলি গ্র্যাজুয়েশন করেও যে কানাডায় পিএইচডি করা যায়, সেটা ইফ্ফাত ম্যাডাম কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেটা প্রমান করেছেন | আসলে কোয়ালিটিফুল মেধাবী স্টুডেন্টের মূল্য সব জায়গায় ! পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ক্যামব্রিজ অক্সফোর্ড ইম্পেরিয়াল ইয়েল মেলবোর্ন ইটিএইচ কিংবা এমআইটির দরজা-ও খোলা | এখন সেটা আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করেন আর প্রাইম ইউনিভার্সিটি থেকে পাশ করেন – সেটা কোন বিবেচ্য বিষয় না |
ইফ্ফাত ম্যাডাম কোন রকম দ্বিধা টেনশন বা কনফিউশন না রেখে সোজা শা এসোসিয়েটস অফিসে এসে দেখা করলেন আমাদের সিইও স্যারের সাথে | স্যারের লিঙ্কেডিন পেইজের কভার প্রোফাইলের ইমেজে পরিষ্কার লেখা আছে – Visa Officer’s Mind Reader.
ইফ্ফাত ম্যাডাম নিশ্চয় সেটার গুরুত্ব অনুধাবন করে ফল পেয়েছেন | হ্যান্ডসাম ক্যারিয়ার ওরিয়েন্টেড লাইফ পার্টনার আমানুজ্জামান খান ভাইকে নিয়ে ইফ্ফাত ম্যাডাম এখন তার স্বপ্নের দেশ কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে Electrical and Computer Engineering সাবজেক্টে পিএইচডি ডিগ্রি অর্জনে অধ্যায়নরত | আমাদের সার্ভিস নেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম |— শা অ্যাডমিন ম্যানেজার