স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৩
কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম ইফ্ফাত নূর জান্নাতুল ফেরদৌসী |
অনেকদিন পর নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টকে নিয়ে পোস্ট দিচ্ছি | কিছু স্টুডেন্টের হাসি, সেইসঙ্গে তার লাইফ পার্টনারের প্রানোচ্ছল হাসিমুখ আমাদেরকে আনন্দিত করে, খুশিতে উদ্বেলিত করে | আমাদের পরিশ্রম স্বার্থক মনে হয় ! নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশনের পর অনেকের মনেই স্বপ্ন থাকে মাস্টার্সটা বিদেশে করার | ইফ্ফাত ম্যাডামের ইচ্ছে ছিল সেটা কানাডায় গিয়ে করবার |
ঢাকা শহরের অনেক ফার্মের ভিড়ে ম্যাডাম ক্যারিয়ারের স্বার্থে বিন্দুমাত্র রিস্ক নিতে রাজি না ! কারণ, তাঁর সিদ্ধান্তের সাথে হাজব্যান্ডের ফিউচার-ও জড়িয়ে আছে | সেইদিক বিবেচনায় ম্যাডাম শা এসোসিয়েটসকে নির্বাচন করলেন | এসে কথা বললেন আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারের সাথে | বাপন স্যার জানেন , কারো অন্তরে লালিত স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয় ?
কানাডার সেন্ট মেরি’স ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ বিজনেস এনালাইটিক্স নিয়ে উচ্চশিক্ষা নিতে ম্যাডাম এখন আমাদের প্রিয় আব্দুল্লাহ আল মুকিত ভাইজানকে ( IT Specialist, Graduated from University of Wales ) নিয়ে তাঁর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নিল ক্যাম্পাসে | এমন হাসিখুশি থাকুন সবসময় || — শা অ্যাডমিন ম্যানেজার