স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ২
অনেকেই বলেন- অসম্ভবকে সম্ভব করাই নাকি শা এসোসিয়েটসের কাজ | এইবার এটি আরো জোরালো ভাবে প্রমাণিত হলো | কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম মানামি সানজিয়া হোসাইন | সেইসঙ্গে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা উনার লাইফ পার্টনার আব্দুল্লাহ আবু সায়েম ভাইজানকে ও তাঁদের প্রিয় সন্তান সামাইরাকে | IELTS-এ 6.0 স্কোর নিয়ে কানাডায় যে এমবিএ করা যায়, সপরিবারে ভিসা নেওয়া সম্ভব – এটা কেবল শা এসোসিয়েটস কথা দিয়েছিলো বলেই পসিবল হয়েছে | এটা কোন ম্যাজিক না ; এটা হচ্ছে সঠিক সময়ে পারফেক্টলি ডকুমেন্টস সাবমিট করা ও ভিসা অফিসারকে বুঝানো – আমি এই স্কোর দিয়েই তোমার দেশে University Canada West-এ MBA করতে পারবো | শা এর এক্সপার্ট টিম সেটা বুঝাতে সক্ষম হয়েছে |
মানামি ম্যাডাম আমাদের উপর সেই আস্থা রেখেছেন ও সেটার ফল-ও পেয়েছেন | ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করে ম্যাডাম বিমস ( BiMS ) থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট এর উপর পিজিডি করে নতুন স্বপ্ন ও ইচ্ছা নিয়ে আমাদের কর্পোরেট অফিসে আসলেন; কথা বললেন সিইও স্যারের সাথে | স্বপ্ন ধরা দেবেই ; শুধু দেখতে হবে নিজের মতন করে | আমাদের উপর আস্থা রাখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম |— শা অ্যাডমিন ম্যানেজার