L O A D I N G

IELTS-এ ৮.৫ ( 8.5 ) পেয়েও রিফিউজ্ড ! আমার মাত্র ৬.৫ ( 6.5 ) ! আমার কি ভিসা হবে ?

যিনি IELTS.-এ ৮.৫ পেয়েও ভিসা রিফিউজ্ড হয়েছেন , সেটার জন্য দায়ী উনার ডকুমেন্টস লেকিং , ফাইল সাবমিশনে অভিজ্ঞতার ঘাটতি ও নিজের উপর অতিরিক্ত কনফিডেন্স এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে — ভুল এজেন্ট সিলেক্ট করা ! ফেসবুক নির্ভর সাইনবোর্ড-সর্বস্ব এডুকেশন কনসালট্যান্সি ফার্মকে বিশ্বাস করে তার সাথে চুক্তিবদ্ধ হয়ে নিশ্চিন্তে থাকা !! আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন …দূতাবাস ও হাইকমিশনের ভিসা অফিসার আপনার ভিসা এপ্লিকেশন থেকে চুম্বক অংশ পড়তে চায়, দেখতে চায় , শুনতে চায় , স্যাটিসফাইড হতে চায় ! আপনার অতিরিক্ত যোগ্যতা মানে এই না যে …হাইকমিশন কিংবা দূতাবাস আপনাকে ভিসা দিতে বাধ্য ! অতএব, যিনি IELTS-এ 6.5 পেয়েছেন ; যদি ভিসা অফিসারের মনমতো স্টাডি প্ল্যান, কভার লেটার , স্টেটমেন্ট অফ ইনটেন্ট , ফাইনান্সিয়াল ডকুমেন্টস এবং ক্লায়েন্টস ইনফরমেশন যথোপযুক্ত হয় ; যা পড়তে চেয়েছিলেন ভিসা অফিসার তাই পড়েছেন কিংবা আপনার সাথে ইন্টারভিউর সময় কথা বলে খুশি হয়েছেন , তাহলে অবশ্যই আপনি IELTS-এ 6.5 পেয়েও ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন |

সেই ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো- একজন দক্ষ অভিজ্ঞ কানাডা কিংবা আমেরিকা সরকারের অফিসিয়াল সার্টিফাইড ওভারসিজ এডুকেশন ও ক্যারিয়ার কনসালট্যান্ট এর পরামর্শ , তাঁর সার্ভিস নিতে কার্পণ্য করবেন না | আপনি যদি একটা ভিসা পারপাসে দুনিয়ার টাকা খরচ করতে পারেন; তাহলে যে যেই বিষয়ে EXPERT ও সাফল্যের প্রমান রয়েছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেল্প নিতে অসুবিধাটা কোথায় ?

সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ব্লগ-বা ফোরামে সকল রকম এডুকেশন কনসালটেন্সি ফার্ম , কনসালটেন্ট নিয়ে বিষেদগার না করে নিজের ফিউচার ক্যারিয়ার ড্রিম নিয়ে সময় কাটান | অন্যের পেশা নিয়ে সমালোচনা না করে নিজে একজন পরীক্ষিত এডুকেশন কনসালটেন্ট হয়ে নিন আগে , তারপর অন্যকে নিয়ে কথা বলুন | অন্ততঃ দশ বছরে ১০০০ ছাত্র-ছাত্রীর ক্যারিয়ার কনসালট্যান্ট হয়ে তারপর সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করতে আসবেন ; তার আগে না !!

আপনার রিফিউজাল কেইস নিয়ে কথা বলতে ২২শে জুন অফিসে আসুন ! —– শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment