ধন্যবাদ নুরুল আবসার স্যার |
একজন পিতার কাছে একটি মেয়ে হচ্ছে প্রাণশক্তি , ঘরের শোভা , হৃদয়ের স্পন্দন | সামিরা আবসার ছিলেন তাঁর বাবার কাছে এমনি একজন | হেমন্ত মুখোপাধ্যায়ের গান যেন এখনো কানে বাজে ম্যাডামের —– |
[ কাটেনা সময় যখন আর কিছুতে , বন্ধুর টেলিফোনে মন বসে না ….জানলার গ্রীলটাতে থেকেই মাথা , মনে হয় , বাবা যেন ডাকছে আমায় —- আয়, খুকু আয় …আয় …খুকু আয় ! ]
আমাদেরকে মেইল করে জানিয়েছেন , কতদিন হয় বাবাকে দেখিনা ; মায়ের হাতের রান্না খাই না কতদিন | মাস্টার্স করতে সামিরা ম্যাডাম এখন কানাডায় | কাজ , পড়াশোনার ফাঁকে প্রতিদিন বাবার মুখখানি দেখা চাই ; সেইসঙ্গে মায়ের হাসি | আমরা ম্যাডামের চোখের ভাষা বুঝতে পেরেছি | আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যার কথা দিয়েছিলেন – এবারের কোরবানি ঈদটা জমিয়ে টরোন্টোতে হবে | মায়ের হাতের প্রিয় রান্নার গন্ধে পাশের রুমের ক্লাসমেটের সাথে জমে উঠবে – ভালবাসার সোনালী দিনগুলোর কথা , স্কুল লাইফের অনেক না বলা কথা ; শেয়ার হবে ছোট ছোট স্বপ্নের কথা |
নুরুল আবসার স্যার ও উনার সহধর্মিণীকে পুরো পরিবারসহ দশ বছরের ভিজিটর ভিসা ডেলিভারি দিয়ে শা এসোসিয়েটস তাঁর কমিটমেন্ট ধরে রেখেছে | স্যার কথা রেখেছেন | আমরা পারিবারিক বন্ধনকে আরো কাছে আনতে যা যা করা দরকার , তাঁর সবটাই করি | —- শা অ্যাডমিন ম্যানেজার