L O A D I N G

আমাদের সিইও স্যার যদি ৫৫ বছর বয়সেও বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের সময়োপযুগি কোর্স করতে যথেষ্ট এনার্জি পান, আপনি পারবেন না কেন ?

আপনি যদি অন্য দশজনের থেকে আলাদা হতে চান , কিছু নতুনত্ব নিয়ে থাকতে চান ; তাহলে আপনাকে প্রচুর পড়তে হবে | টাটকা বই পড়তে হবে ; লাইব্রেরি ঘেটে পুরোনো বই পড়তে হবে; অনলাইনে থাকা দুর্লভ ইনফরমেশন ডাউনলোড করে পড়তে হবে ; বিভিন্ন জার্নাল, সংবাদপত্র ( দেশি-বিদেশী ) ঘাঁটতে হবে ; মোট কথা — আপনাকে পড়ার মধ্যেই থাকতে হবে | আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে এই যে এতো ভুল-ভাল তথ্য নিয়ে তর্ক-বিতর্ক ; তার একমাত্র কারণ- কেউ কিছু না পড়ে হুদাই লাফানো | অন্যের লেখা কাট-পেস্ট করে চালিয়ে দেওয়া | ভুলতথ্য শেয়ার করে কান্ডজ্ঞানহীনের মতন কাজ করে বাহবা নেওয়া | এতে করে, সমাজে পরিবারে অফিসে শিক্ষাঙ্গনে ভুল বার্তা যাচ্ছে ! এর ফলাফল ভবিষ্যতের জন্য ভয়াবহ | সুতরাং , আমরা বলতে চাই — যত পারুন, বই পড়ুন | অনলাইনে নানান গবেষণার আর্টিকেল পড়ুন, অনলাইন কোর্স করুন , সার্টিফিকেট অর্জন করুন ! কে জানে – আপনার একটি শর্ট-কোর্স সার্টিফিকেট আপনার চাকরির পজিশনকেই বদলে দিতে পারে |

আমাদের সিইও স্যার যদি ৫৫ বছর বয়সেও বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের সময়োপযুগি কোর্স করতে যথেষ্ট এনার্জি পান, আপনি পারবেন না কেন ?

আমরা খুব কেয়ারফুলি অবজার্ভ করে দেখেছি – ফেসবুক এন্ড ইউটিউবের ৯৯% পোস্ট , ভিডিও , সেইসবের ইমেজ , স্ক্রিপ্ট , কমেন্টস , শেয়ারিং এমনসব মারাত্মক কন্টেন্ট যে, প্রতিদিন সেগুলো সামাজিক রাজনৈতিক পারিবারিক ফ্রেন্ডলি সম্পর্কের অবনতি ঘটাচ্ছে ! এই ক্ষেত্রে ইয়ং জেনারেশনকে আমরা অনুরুধ করবো- অযথা পোস্ট কমেন্টস শেয়ার থেকে বিরত থাকুন ! আপনি হয়তো জানেন — প্রতিটা দূতাবাস ও হাইকমিশন এখন ভিসা এপ্লিকেশনে আপনার সোশ্যাল মিডিয়ার আইডি জেনে নিচ্ছে | তারপর তারা সেগুলো ব্রাউজ করে দেখে – আপনি কোন মানসিকতা বিলংস করেন ! সাধু সাবধান ||— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment