ভিসা এপ্লিকেশনে আপনি কেন আমাদেরকে চয়েস করবেন ? কি বিশেষ যোগ্যতা আছে আমাদের ?
** এমন প্রশ্ন করা স্বাভাবিক | দেখুন, আপনি যদি আমাদের সাকসেস স্টোরিজের ব্লগটা ব্রাউজ করেন; তাহলে দেখবেন – IELTS-এ 8.5, 8.0, 7.5, 7.0 পাওয়া স্টুডেন্টসরা আমাদের হেল্প নিয়েছেন | কারণ, তাঁরা প্রত্যেকেই মনে করেছে ; যে কোনো কাজে একজন এক্সপার্টের হেল্প নিলে সেই ব্যাপারটা নিয়ে আরো বেশি নিশ্চিন্ত থাকা যায়; জবাবদিহিতার একটা জায়গা তৈরী হয় | নিজে নিজে ট্রাই করলে যে আপনার ভিসা হবে না ; আমরা এমন কথা কখনোই বলবো না | কিন্তু, আপনাকে অনুরুধ করবো – রিফিউজড যদি হয়ে যান ; তাহলে সেই ফাইল নিয়ে একজন ওভার এক্সপার্টের পক্ষে কাজ করা অনেক কঠিন | কিছু বিষয় আছে, আপনি হয়তো সেটা অনেক হালকাভাবে নিচ্ছেন ; কিন্তু আমরা সেটা অতি গুরুত্বের সঙ্গে চিন্তা করি | আপনার প্রিভিয়াস এডুকেশনের সঙ্গে কানাডার ভার্সিটির সাবজেক্টের মিল কতটা ? সেই সাবজেক্টের উপর কোর্স করে আসলে বাংলাদেশের চাকুরীর বাজারে তার ভ্যালু কত ? কেন আপনি সেইম কোর্স বাংলাদেশে করলেন না ? এইরকম নানা ইস্যু একজন ভিসা কনস্যুলারের মাথায় যদি একবার ঢুকে যায়, আপনি সেটা থেকে বের হতে পারবেন না | ডকুমেন্টস প্রেজেন্টেশনের ব্যাপার তো রয়েই গেলো !!
আমরা কিভাবে পারবো ?
** কারণ, আমরা প্রতি বছর আপনার মতন এমন ৩০০ কোয়ালিফাইড স্টুডেন্টস নিয়ে কাজ করি | যাদের ভিসা হওয়ার পর সকলেই যারযার স্বপ্ন পূরণে সেই দেশে ব্যস্ত হয়ে যান | তাঁরাই আবার অন্যকে সাপোর্ট করেন- একজন ভালো এডুকেশন কনসালট্যান্টের এডভাইস নিয়ে প্রসেস করতে | এর প্রধান কারণ, রিফিউজাল ফাইলের গল্প সাজাতে অনেক বেগ পেতে হয়, কারণ- কোন ভিসা অফিসার কিন্তু বোকা না ! আপনার স্বপ্ন উদ্দেশ্য নিয়ে প্রথমবার কাজ করা যতটা ইজি, আপনার ভাঙা স্বপ্ন নিয়ে কাজ করা ততটাই কঠিন |
বিস্তারিত তথ্যের জন্য আমাদের কর্পোরেট অথবা চট্টগ্রাম অফিসে যোগাযোগ করুন | অথবা এপয়েন্টমেন্টের জন্য হোয়াটস্যাপ নাম্বারে কল করুন : 01755227755