L O A D I N G

STUDY PERMIT APPLICATION: IRCC PORTAL

পুরো পোস্টটা একটু মনোযোগ দিয়ে পড়বেন |

আপনার অনেক যোগ্যতা , চমৎকার IELTS স্কোর, ভালো সিজিপিএ , মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন ; হয়তো ফ্যামিলি আছে | স্বপ্ন দেখছিলেন – কানাডায় গিয়ে মাস্টার্স করবেন কিংবা গ্র্যাজুয়েশন | নিজের প্রতি কনফিডেন্স থাকার কারণে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে পছন্দসই কোর্সের উপর অফার লেটার ও পেয়ে গেলেন | এইবার ভাবছেন – ভিসার জন্য এপ্লিকেশনটা করে ফেলবেন | আমরা শুধু এখানে এই জায়গায়টাই আপনাকে একটু স্টপেজ দিতে চাই |

ভিসা এপ্লিকেশনে আপনি কেন আমাদেরকে চয়েস করবেন ? কি বিশেষ যোগ্যতা আছে আমাদের ?
** এমন প্রশ্ন করা স্বাভাবিক | দেখুন, আপনি যদি আমাদের সাকসেস স্টোরিজের ব্লগটা ব্রাউজ করেন; তাহলে দেখবেন – IELTS-এ 8.5, 8.0, 7.5, 7.0 পাওয়া স্টুডেন্টসরা আমাদের হেল্প নিয়েছেন | কারণ, তাঁরা প্রত্যেকেই মনে করেছে ; যে কোনো কাজে একজন এক্সপার্টের হেল্প নিলে সেই ব্যাপারটা নিয়ে আরো বেশি নিশ্চিন্ত থাকা যায়; জবাবদিহিতার একটা জায়গা তৈরী হয় | নিজে নিজে ট্রাই করলে যে আপনার ভিসা হবে না ; আমরা এমন কথা কখনোই বলবো না | কিন্তু, আপনাকে অনুরুধ করবো – রিফিউজড যদি হয়ে যান ; তাহলে সেই ফাইল নিয়ে একজন ওভার এক্সপার্টের পক্ষে কাজ করা অনেক কঠিন | কিছু বিষয় আছে, আপনি হয়তো সেটা অনেক হালকাভাবে নিচ্ছেন ; কিন্তু আমরা সেটা অতি গুরুত্বের সঙ্গে চিন্তা করি | আপনার প্রিভিয়াস এডুকেশনের সঙ্গে কানাডার ভার্সিটির সাবজেক্টের মিল কতটা ? সেই সাবজেক্টের উপর কোর্স করে আসলে বাংলাদেশের চাকুরীর বাজারে তার ভ্যালু কত ? কেন আপনি সেইম কোর্স বাংলাদেশে করলেন না ? এইরকম নানা ইস্যু একজন ভিসা কনস্যুলারের মাথায় যদি একবার ঢুকে যায়, আপনি সেটা থেকে বের হতে পারবেন না | ডকুমেন্টস প্রেজেন্টেশনের ব্যাপার তো রয়েই গেলো !!

আমরা কিভাবে পারবো ?
** কারণ, আমরা প্রতি বছর আপনার মতন এমন ৩০০ কোয়ালিফাইড স্টুডেন্টস নিয়ে কাজ করি | যাদের ভিসা হওয়ার পর সকলেই যারযার স্বপ্ন পূরণে সেই দেশে ব্যস্ত হয়ে যান | তাঁরাই আবার অন্যকে সাপোর্ট করেন- একজন ভালো এডুকেশন কনসালট্যান্টের এডভাইস নিয়ে প্রসেস করতে | এর প্রধান কারণ, রিফিউজাল ফাইলের গল্প সাজাতে অনেক বেগ পেতে হয়, কারণ- কোন ভিসা অফিসার কিন্তু বোকা না ! আপনার স্বপ্ন উদ্দেশ্য নিয়ে প্রথমবার কাজ করা যতটা ইজি, আপনার ভাঙা স্বপ্ন নিয়ে কাজ করা ততটাই কঠিন |

আপনার তাহলে এখন কি করা উচিত ?
** আপনার উচিত হবে, শা এসোসিয়েটসের একজন এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্টের সাথে আলাপ করে নেওয়া | ফাইল ওপেন করেন বা না করেন, গাইডলাইন নিতে তো দোষ নাই | ইউটিউবে , ফেসবুকে কতিপয় ভাসমান ব্লগার , ইউটিউমার গুলিস্তানের হকারের মতন চিৎকার-চেঁচামেঁচি করে নিজে নিজেই ভিসার আবেদন নিয়ে নানান টোটকা কবিরাজি পরামর্শ দিয়ে থাকে ; আমরা তাদেরকে ইঁচড়ে পাকা ছেলেপুলে বলি | কিছু জিনিস মনে রাখবেন- এলাকার ফার্মেসির কম্পাউন্ডারের কাছ থেকে মাথা ব্যথার ট্যাবলেট কিনে খাওয়া যায় , তাই বলে তার কাছ থেকে মাথার টিউমারের অপারেশনের পরামর্শ নেওয়া বোকামি ! মাথার টিউমারের জন্য আপনাকে অবশ্যই এফআরসিএস ডাক্তারের কাছে যেতেই হবে , এর কোন বিকল্প নাই ! অনলাইনের সস্তা ইউটিউমার ব্লগার ফেসবুকাররা হচ্ছে গ্রামের বাশ দিয়ে বানানো সাঁকো , তাদের দিয়ে আর যাই হউক – আরেকটা পদ্মা সেতুর ব্রিজ হবে না | বাতাসে ভেসে বেড়ানো এইসব উইপোকা হচ্ছে সামাজিক উপদ্রব , ক্যারিয়ারের জঞ্জাল !

কানাডা সরকারের নতুন স্টাডি পার্মিট নিয়ম-কানুনের আবেদনে আমাদের সঙ্গে থাকুন ! আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন || একটি প্রতিষ্ঠিত এডুকেশন এজেন্ট কখনোই আপনার ক্যারিয়ার নিয়ে নয়-ছয় খেলবে না ; আপনাকে মিসগাইড করবে না | কারণ, তাঁর কাছে অর্থের চেয়ে গুডউইল অনেক ইম্পরট্যান্ট ! শা এসোসিয়েটস এই সেক্টরে রজত জয়ন্তী পালন করে ফেলেছে ||— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment