L O A D I N G

No matter how good you are. If you are in a wrong place, you are a worthless.

একদম পারফেক্ট কথা এবং সেটার সাথে সামঞ্জস্য রেখে সঠিক ইমেজ | আপনার IELTS স্কোর 8.0 অথবা 7.5, 7.0 ; ভালো জিপিএ কিংবা সিজিপিএ ; স্ট্রং ফাইনান্সিয়াল সাপোর্ট , এক্সট্রা কারিকুলার একটিভিটিস সনদ-ও আছে প্রচুর ; আমেরিকা অথবা কানাডা থেকে ভালো ইউনিভার্সিটির অফার লেটার-ও নিয়ে আসছেন; কিন্তু শেষমেশ অমুক-তমুকের কথা শুনে ফাইল জমা দিয়ে রিফিউজড ! এমন-ও হতে পারে, ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার আনার চেষ্টা করেননি; কলেজে পড়বার জন্য মনস্থির করেছেন ! যেনতেন স্টাডি প্ল্যান , কভার লেটার লিখে ভেবেছেন – জমা দিলেই ভিসা ! অনলাইনে কতিপয় অদৃশ্য ভাসমান ব্লগার ও ইউটিউমার এমনভাবে সবকিছু বলে যেন – ভিসা অফিসার তাদের সাথে বসে সকাল-বিকাল কফির কাপে চুমুক দেয় ! আমেরিকা ও কানাডায় যারা থাকে , তারা তো আবার নিজেদেরকে জো বাইডেন কিংবা জাস্টিন ট্রুডোর ফ্রেন্ড মনে করে !

আপনার যোগ্যতা আপনার কোয়ালিটি অনুযায়ী মুভ করুন ! অন্ধকারে লিওনার্দো দ্যা ভিঞ্চি কিংবা ভিনসেন্ট ভ্যান গগের ছবির মাজেজা খুঁজতে যাবেন না ! আপনার প্রতিভা আপনি নিজেই বিকশিত করুন – সঙ্গে রাখুন শা এক্সপার্ট টিমকে | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment