L O A D I N G

স্টাডি পার্মিট প্লাস ওপেন ওয়ার্ক পার্মিট

আমাদের অফিসে হ্যাপি কাপল আসলে একটা প্রশ্ন করেন — আগে কি আমি এপ্লাই করে ভিসা নিয়ে তারপর ছয় মাস পর আমার ওয়াইফকে নিতে পারবো ? একসঙ্গে নাকি ভিসা হয়না !আমরা তখন জিজ্ঞেস করি – এই তথ্য কোথায় পেলেন আপনি ? উনি তখন বলেন যে, কিছু গ্ৰুপে ও ফোরামে নাকি এটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক, উপদেশ , নিষেধ , পরামর্শের ঝড় বয়ে যায় ! অধিকাংশ মেম্বাররা বলে , পরে এপ্লাই করে নিয়ে যাবেন | একসঙ্গে দিলে ভিসার রিস্ক থাকে | আমরা মাঝে মাঝে চিন্তা করি- ভাগ্যিস , ফেসবুক আবিষ্কার হয়েছিল ! তা না হলে এই দেশ কোটি কোটি উপদেষ্টা থেকে বঞ্চিত হতো ! এই দেশে এখন প্রতি ঘরে তিনজন করে উপদেষ্টা ! এই ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার- আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং নিজের লাইফ-পার্টনারকে সঙ্গে করে নিয়ে যেতে চান , তাহলে একসঙ্গে আবেদন করে নিয়ে যাওয়াটাই উত্তম | ভিসা অফিসার আপনার সকল ডকুমেন্টস বিবেচনা করেই সিদ্ধান্ত নিবেন – আপনারা ভিসা পাবেন কিনা ? আপনি একা আবেদন করলে যে কথা , না করলেও সেই একই কথা ! আপনার আবেদনের সাথে আপনার লাইফ-পার্টনারের ডকুমেন্টসের কোন সম্পর্ক নাই | আপনার ফাইল এপ্রুভড হলে আপনার পার্টনারেরটা-ও হবে ; এটাই নিয়ম !দয়া করে ফোরাম ব্লগের চক্কর থেকে বের হয়ে আসুন | এক্সপার্টদের কথা শুনুন ! ঐসব ফোরামে ব্লগে সবাই নবীন ছাত্র-ছাত্রী ! তারা নিজেরাই জাহাজে উঠার যাত্রী ! এখন সেই যাত্রী যদি নাবিক বা ক্যাপ্টেন সেজে যায়, তাহলে তো মুশকিল !! একসঙ্গে আবেদন করুন, একসঙ্গে নতুন দেশে নতুন জীবন শুরু করুন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment