কংগ্র্যাচুলেশন্স তানজুম সুলতানা ম্যাডাম |
ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে শেষ করছি এবারের মতন স্বপ্নের উড়ান সিরিজের জানুয়ারী সিরিজ | আমরা আবার আসবো পহেলা মে-তে | তানজুম ম্যাডাম ইংলিশে অনার্স শেষ করলেন চিটাগাং কলেজ থেকে | তারপর অনেক পোস্ট দেখেন আমাদের পেইজে | ইংলিশে অনার্স করে কি কানাডায় যাওয়া যায় ? পরিবার নিয়ে কি যাওয়া সম্ভব ? কি কি যোগ্যতা থাকা চাই ? এইসব ভাবতে ভাবতে তানজুম ম্যাডাম একদিন প্রিয় হাজব্যান্ডকে নিয়ে হাজির আমাদের চট্টগ্রাম অফিসে | দেখা করলেন আমাদের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের সঙ্গে | সঙ্গে নিয়ে এলেন IELTS 6.5
এবার স্বপ্ন বুননের পালা | নদী-বন্দর-দরগা , তিনে মিলে চাটগাঁর ছন্দের মতন স্বপ্নের সেতুবন্ধনকে মিলিয়ে দিলেন মনোজিৎ স্যার | কানাডার লরেনশিয়ান ইউনিভার্সিটিতে MBA major concentration in HRM বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে সপরিবারে ভিসা পেয়ে ম্যাডাম এখন তাঁর স্বপ্নের দেশে | এবার নিজেকে মেলে ধরার পালা | পাহাড়ি কন্যার এবার স্যাডবেরির আকাশ জয়ের নেশা | — শা অ্যাডমিন ম্যানেজার