আমেরিকার ভিজিট ভিসা নিয়ে কিছু ফার্মের ও ব্যক্তির পোস্ট পড়ে আমাদের কাছে মনে হয় — একেকজন ভিসার ডিকশনারি ; দূতাবাসের মুখপাত্র , ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হর্তা-কর্তা বিধাতা !
আমরা অবশ্য এতো ফিরিস্তি লিখি না ; এতো লেখার সময়-ও নাই | আমরা শুধু বলবো- ভুলভাল লোকের কাছে কিংবা অদক্ষ সস্তা কথা বলে অল্প সময়ে ফেসবুকের লাইমলাইটে আসা এই সব ফার্মের স্বল্প সময়ে অভিজ্ঞ ফার্মের দাবিদার ট্রাভেল এজেন্সির কাছে নিজের মূল্যবান ডকুমেন্টস দলিল-দস্তাবেজ দেওয়ার আগে দশবার ভেবে নেওয়ার অনুরুধ করছি |
আমরা শতভাগ সাফল্যের নিশ্চয়তা দেইনা, যা অন্যরা তাদের প্রতিটা পোস্টে দিয়ে থাকে | ভিসার গ্যারান্টি দেওয়ার আমরা কে ? এপয়েন্টমেন্ট দূতাবাসের লোকদের সাথে ডিল করে এগিয়ে নেওয়ার আমরা কে ? এইসব ফাউল মিথ্যা কথা বলার প্র্যাক্টিস শা এলিট ট্যুরস কখনোই করেনা | আপনার আস্থা ও বিশ্বাস আমাদের উপর যেদিন আসবে, আপনি সেইদিন আমাদের অফিসে আসুন | তার আগে না | আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি, পড়ে আসছি — বৃক্ষ , তোমার নাম কি ? ফলে পরিচয় !
[ শা এলিট ট্যুরস, শা এসোসিয়েটসের একটি সিস্টার কনসার্ন | অথচ, অনেক ফার্ম বা এজেন্সি বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ” ট্রাভেল এজেন্সি নিবন্ধন ” সনদ ছাড়াই দেদারসে ইলিগ্যালি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন | আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর এই বিষয়ে জানানোর সিদ্ধান্ত নিচ্ছি | শা এলিট ট্যুরস বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধিত ট্রাভেল এজেন্সি since 2015 ]