১. হাতে একটা ক্যামেরা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভল্গার ও ইউটুমার হওয়াকে না বলুন
২. হার্ড ড্রিঙ্কস , বন্ধু-বান্ধবের সঙ্গে রাত্র জেগে হৈহুল্লা , বার-বি-কিউ পার্টিকে না বলুন
৩. গাড়ি কিনে বা ভাড়া নিয়ে ফ্রেন্ডসদের সাথে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনাকে না বলুন
৪. অযথা কাউকে ডিমোটিভেট করে ফেসবুকে এমন কোন পোস্ট দেওয়াকে না বলুন
৫. আপনার যেটা কাজ না , সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে অহেতুক সমালোচনাকে না বলুন
মনে রাখবেন, আপনার পাঁচ বছর আগে কানাডায় এসেছে এমন লোকই এখনো কিছু করতে না পেরে ১৫০ কিলোমিটার দৌড়ের উপর আছেন ! আপনি তো শুক্রে শুক্রে আটদিন – কিবা রাত কিবা দিন !
অতএব, সাধু সাবধান | ভাবিয়া করিও কাজ , করিয়া ভাবিও না ! এই পোস্টটি যদি ভালো লাগে , তাহলে বেশি বেশি করে শেয়ার করুন ও আমাদেরকে একটি ধন্যবাদ পাঠান |