L O A D I N G

শা-এর সাথে , ভবিষ্যতের পথে | স্কলার@২৫ শা এসোসিয়েটসের রজতজয়ন্তী নিয়ে আমাদের স্প্যেশাল পোস্ট- পঁচিশে ২৫ স্কলার্স |

এই পঁচিশ বছরে আমাদের অফিস আলোকিত করা গৌরবান্বিত করা ২৫ জন ফিমেইল কৃতি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস নিয়ে সচিত্র প্রতিবেদন | আজ তার প্রথম কিস্তি প্রকাশ করা হলো |

১. শাহরোজা নাহরীন তানহা – নর্থ সাউথের গোল্ড মেডেলিস্ট চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত দারুন মেধাবী স্টুডেন্ট | ঢাকা ট্রিবিউনের সাবেক এমপ্লয়ি | সিজিপি-এ 4 আউট অফ 4 | IELTS-এ 8.5 | মাস্টার্স ডিগ্রি করতে বর্তমানে আছেন ম্যাকগিলে |

২. মৃন্ময়ী সরকার – KUET ( কুয়েট ) থেকে লেদার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া তুখোড় স্টুডেন্ট | এক্সিলেন্ট সিজিপিএ | পরিবেশ উন্নয়ন ও রক্ষায় নানান আর্টিকেল , চাকুরী | IELTS-এ 8.0 | এখন পড়ছেন মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড-এ ( MUN ) |

৩. সোমাইয়া হানিফা বারী | একজন ডেন্টিস্ট | উচ্চাকাঙ্খা , ক্যারিয়ারের পিছনে ছুঁটে চলা অদম্য সাহসী একজন স্টুডেন্ট | IELTS-এ 8.5 | ম্যাক্সোফেসিয়াল ডেন্টাল সার্জারীর উপর উচ্চতর ডিগ্রি নিতে বর্তমানে আছেন ম্যাকগিলে |

৪. ফাতেমা রুবাইয়াৎ | আর্টস ফ্যাকাল্টি থেকে পড়লেও ম্যাডামের ইংলিশ দক্ষতা , লেখার কারিশমা জাস্ট অসাম, মাইন্ড-ব্লোয়িং | পার্ট-টাইম এমপ্লয়ি হিসেবে শা এসোসিয়েটসের সঙ্গে আছেন এক বছর হবে | স্টুডেন্টসদের ফাইলে বিভিন্ন বিষয়ের উপর টপিক্স-Essay , স্টাডি প্ল্যান , কাভার লেটার লেখায় দারুন সিদ্ধহস্ত রুবায়েত ম্যাডাম | IELTS-এ 7.5 | বর্তমানে পিজিডি করছেন জর্জ ব্রাউন কলেজে |

৫. আরিয়ানা তাহসিন আদ্রিতা – মাস্টারমাইন্ড স্কুলের এই খুদে স্কলার সবদিক দিয়েই চৌকষ একজন স্টুডেন্ট | অনেক বড় স্বপ্ন ও উচ্চাকাংখা নিয়ে এখন পড়ছে দ্যা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে | সাবজেক্ট- হেলথকেয়ার সাইন্স, IELTS-এ স্কোর ছিল – 8.0 |

৬. শারমিন জাহান শামা – ড্যাফোডিল ইউনিভার্সিটির রিয়েল ফুল শামা ম্যাডাম | সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর উপর মাস্টার্স ডিগ্রি করতে বর্তমানে স্বামীসহ আছেন মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে | IELTS -এ স্কোর তুলেছিলেন 7.5

৭. প্রিয়নজিতা চক্রবর্তী , আগা খান স্কুলের অসম্ভব ট্যালেন্ট স্টুডেন্ট | এ’লেভেল ও’লেভেল শেষ করে IELTS-এ 8.0 তুলেই প্রিয়নজিতা চলে গেলো কার্লটন ইউনিভার্সিটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে | এখন জব করছে একজন জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে CCX Technologies কোম্পানীতে |

৮. মেহনাজ তাবাস্সুম – নর্থ সাউথের আরেকজন স্কলার স্টুডেন্ট | টিচ ফর বাংলাদেশের ফেলো হিসেবে কাজ করেছেন অনেকদিন | এখন এপ্লাইড ইকোনোমিক্স এন্ড পলিসির উপর মাস্টার্স ডিগ্রি করছেন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে | IELTS-এ স্কোর তুলেছিলেন 7.5

৯. জয়িতা সাহা ঐশী | নারায়ণগঞ্জ এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের স্কলার স্টুডেন্ট | কম্পিউটার সায়েন্টিষ্ট হওয়ার স্বপ্নে বিভোর ঐশী এখন ডালহৌসি ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রি অর্জনে কঠোর পরিশ্রমে ব্যস্ত | IELTS-এ স্কোর তুলেছিল 7.5

১০. ফাতেমা হায়দার – পেশায় ডেন্টিস্ট | গ্লোবাল হেলথ এন্ড টেকনোলজির উপর বিশেষ ডিগ্রি অর্জনে ( মাস্টার্স ) ফাতেমা ম্যাডামের নেক্সট ডেস্টিনেশন – FDU ( Feirleigh Dickinson University) | হলিক্রিসেন্ট হাসপাতালের সাবেক এই ডেন্টিস্ট ক্যারিয়ারের পিছনে সময় দিয়েছেন অনেক | IELTS-এ স্কোর তুলেছিলেন 7.5 |

১১. সামিহা রেজা- NSU-নর্থ সাউথের আরো একজন মেধাবী স্টুডেন্ট | ফাইন্যান্সের উপর বিবিএ কমপ্লিট করে একটি বেসরকারি ফাইনান্সিয়াল কোম্পানীতে জব করেছেন কিছুদিন | তারপর ট্রেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে সামিহা ম্যাডাম এখন স্বপ্নের দেশে | IELTS-এ স্কোর তুলেছিলেন 7.5

১২. সন্ধি হাওলাদার – ইন্ডিয়া থেকে গ্রেড টুয়েলভ শেষ করে এবার নেক্সট কান্ট্রি কানাডা | ব্রক ইউনিভার্সিটিতে কো-অপ প্রোগ্রামে কম্পিউটার সাইন্স পড়তে সন্ধি এখন তাঁর স্বপ্নের দেশে | IELTS-এ স্কোর তুলেছিল 7.5

Leave a Comment