আমরা প্রায়শই দেখি — অনেক ছাত্র-ছাত্রী তাঁদের ভিসা সংক্রান্ত তথ্য , শিক্ষাগত যোগ্যতার খুঁটি-নাটি, ব্যক্তিগত অনেক ইস্যু , ব্যাঙ্ক স্টেটমেন্ট , পিতা-মাতার প্রফেশন সেইসব বিষয়াদি অবলীলায় নানারকম ব্লগ ফোরাম এসোসিয়েশন কিংবা নেটওয়ার্ক নামধারী ফেসবুক পেইজে দেদারছে শেয়ার করছেন | আমরা একবাক্যে বলতে চাই — আপনি অনেক বড় একটা ভুল করছেন !! আপনি এখন হয়তো টের পাচ্ছেন না ; কখন কোন বিপদ আপনার জন্য ওঁৎ পেতে আছে , আপনি কল্পনা-ও করতে পারবেন না | অনলাইনের নামে অফলাইনে অদৃশ্যে থাকা এইসব না জানাশোনা না দেখা লোকগুলোর ব্যক্তিগত পেইজে আপনি অবলীলায় আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন | কি কারণে করছেন — আপনি ভালো বলতে পারবেন | যাদের কোনো অফিস নেই ; টিএন্ডটি ফোন নাম্বার নেই ; ওয়েবসাইট নেই , সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স , ভ্যাট ট্যাক্স এর সনদ নেই ; ক্যাটালগ নেই, ব্রশিউর নেই, স্টাফ নেই ; জবাবদিহিতার বিন্দুমাত্র জায়গা নেই –সেইখানে আপনি কেমন করে আপনার ব্যক্তিগত তথ্য দিচ্ছেন , আমাদের মাথায় ঢুকছে না |
প্লিজ —- Don’t allow people into your personal space.
একটু সতর্ক হউন | নিজের তথ্য আদান -প্রদানে আরেকটু সচেতন হউন | সবকিছুকে এতো হালকাভাবে নিবেন না ; যেখানে সেখানে ফেসবুক আর ইউটিউব সর্বস্ব পেইজে কতিপয় অদৃশ্যমানবের কাছে নিজের সেনসিটিভ তথ্য ডকুমেন্টস প্রোভাইড করবেন না | সুপার টেকনোলজির অবাধ বিচরণ মানে এই না যে, আপনি যা খুশি তা করবেন ও নিজেকে হাজার হাজার লোকের কাছে ব্যক্তিগত তথ্য দিয়ে বাহবা কুড়াবেন | বি কেয়ারফুল !!