আমাদের সাফল্যের ঝুলিতে সব ধরণের স্টুডেন্ট নিয়ে কাজ করার চমৎকার অভিজ্ঞতা | IELTS 8.5 থেকে শুরু করে 6.5 পর্যন্ত্য যেমন আছে; তেমনি আছে IELTS 6.0 পাওয়া স্টুডেন্ট, আছে মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইন ইংলিশ ( MOI ) লেটার দিয়ে ভিসা পাওয়া স্টুডেন্ট | তবে সেগুলো খুবই রেয়ার | আমাদের কাছে হার্ভাড থেকে পিজিডি করা স্টুডেন্ট যেমন এসেছেন সার্ভিস নিতে ; তেমনি আমরা কাজ করেছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে পড়ে আসা স্টুডেন্ট ; ছিল সুইজারল্যান্ডের ETH থেকে পাশ করা স্টুডেন্ট; কানাডার কার্লটন , মেমোরিয়াল থেকে গ্র্যাজুয়েশন করে দেশের টানে চলে আসা স্টুডেন্ট ; আমেরিকার লামার ইউভার্সিটি, টেক্সাস স্টেট , নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রের কাজ করে আমরা দারুন আনন্দ পেয়েছি | ব্রিটেনের অনেক পপুলার ভার্সিটির স্টুডেন্টসদের লাইফের টার্নিং পয়েন্ট করে দিয়েছি আমরা | দেশের টপ রেঙ্কিং পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটির সব সেক্টরের স্টুডেন্টসদের আশা-আকাঙ্খার স্বপ্নপূরণের প্রতীক এই শা এসোসিয়েটস |
আমাদের এবারের ফল সেশনে IELTS 6.0 দিয়ে ভিসা হয়েছে নয়টি | এর মধ্য থেকে আমাদের আজকের প্রথম স্টুডেন্ট রিমন | সিলেট থেকে এইচএসসি শেষ করে রিমনের এবারের গন্তব্য কানাডা | ভ্যাঙ্কুভারের Fairleigh Dickinson University-তে ইনফরমেশন টেকনোলজির উপর ব্যাচেলর অফ সাইন্স ডিগ্রি অর্জনে রিমন এখন কানাডায় |
আমরা এরপরেও আশা করবো – ইংলিশ টেরিটরি একটি কান্ট্রিতে যেতে হলে, লং টাইম থাকতে হলে আপনি অবশ্যই IELTS-এ অনেক জোর দিবেন | এবং চেষ্টা করবেন মিনিমাম 6.5 তুলতে | তাহলে আমাদের ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক ইজি হয় | নিজেকে স্বপ্নে শয়নে দিবালোকে ধ্যানে-জ্ঞানে একজন কানাডিয়ান ও আমেরিকান ভেবেই বিদেশে যাবার জন্যে নিজেকে প্রস্তুত করবেন | — শা অ্যাডমিন ম্যানেজার