L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স শফিকুল ইসলাম | IELTS: 6.5

দেশের প্রথম বেসরকারি ইউনিভার্সিটি — নর্থ সাউথ , এনএসইউ | North South University — এই ভার্সিটির ছাত্র-ছাত্রীদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে | তাঁদেরকে যখন আমরা কাউন্সেলিং করি, খুব বেশী কথা বলতে হয় না ! আমাদের প্রতিটা পরামর্শ উনারা গভীর মনোযোগ দিয়ে শুনেন ও আমাদের সাথে শেয়ার করেন | আমরা সেইভাবেই কাজ করি , এতে করে ফলাফলটা ভালো হয় | খুব কুইক একটা ডিসিশন চলে আসে |

নর্থ সাউথ থেকে EEE-নিয়ে ব্যাচেলর ডিগ্রি শেষ করে শফিকুল ভাই কালবিলম্ব না করে সোজা শা এসোসিয়েটস অফিসে চলে এলেন | সঙ্গে নিয়ে আসলেন IELTS 6.5 | কানাডায় মাস্টার্স করতে চান | সাবজেক্ট প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য হওয়া চাই | আমাদের ডকুমেন্ট প্রসেসিং অফিসার পারভেজ হোসাইন দ্বায়িত্ব নিয়ে কাজটা করলেন | কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন কম্পিউটার সাইন্স এর উপর উচ্চতর ডিগ্রি নিতে শফিকুল ভাই এখন কানাডার থান্ডারবেতে ||

যারা সত্যিকারের ক্যারিয়ার ওরিয়েন্টেড ও কোন এডুকেশন কনসালটেন্টের উপর ভরসা রাখেন ; তাঁরা অহেতুক অযথা আকামে এই পেইজ সেই পেইজ ঘুরে আনাড়ী লোকদের পরামর্শ নেয়না | কারণ, যার নিজের কোনো গতি হয়নি , বা শুক্রে-শুক্রে আটদিন হয়েছে কানাডা গিয়েছে — তাদের কাছ থেকে ফেসবুক পেইজের মাধ্যমে কি পরামর্শ নেওয়ার আছে ? অফিসের পিওন যদি ডিগ্রি পাশ হয়, তাহলে সেই অফিসে গসিপিংটা একটু বেশী হয় আর কি ! সোশ্যাল মিডিয়ায় আমাদের তথাকথিত কতিপয় ব্লগ ফোরাম এসোসিয়েশন নেটওয়ার্ক নামধারী পেইজের অবস্থা এখন কিছুটা সেইরকম !! এইসব মৌসুমী কনচালটেন্টদের ( নট কনসালট্যান্ট ) থেকে এক হাজার হাত দূরে থাকবেন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment