চট্টগ্রামের স্টুডেন্ট মানেই আত্মবিশ্বাসী একটি মুখের প্রতিচ্ছবি | চট্টগ্রাম থেকে আমাদের পাঠানো হাজার-হাজার স্টুডেন্টসদের সাথে কথা বলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, চাটগাঁর ছেলে মানেই পাহাড়ের মতন দৃঢ় মনোবল, সাগরের মতন বিশাল হৃদয় ও প্রকৃতির মতন সবুজ এক দৃষ্টির অবয়ব চিত্রকলা |
এইচএসসি শেষ করেই গিয়াস নতুন এক লাইফ ডেস্টিনেশনের প্ল্যান করলো | ইংলিশ টেরিটরি কান্ট্রিতে যাবে বলেই IELTS-এ স্কোর তুললো 6.5 | লক্ষ্য কানাডা যাওয়া | কারণ, তার আবাসিক এলাকা পতেঙ্গা থেকেই অনেক রিলেটিভ শা এসোসিয়েটসের হাত দিয়ে আজকে কানাডা ও আমেরিকা | তাহলে গিয়াস কেন এই সুযোগ থেকে দূরে থাকবে ? গিয়াস দেখা করলো আমাদের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের সঙ্গে | তার একমাত্র পছন্দের শহর হাসির শহর মন্ট্রিয়লে যাওয়া |
শেষমেশ গিয়াস কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করতে এখন কুইবেকে | আমরা গিয়াসের সার্বিক সাফল্য কামনা করছি | —- শা অ্যাডমিন ম্যানেজার