মা-বাবার প্রতি প্রতিটা সন্তানের দ্বায়িত্ব কর্তব্যবোধ হউক অন্যের জন্য অনুকরনীয় অনুসরণীয় | একজন মা বাবা কতটা সংগ্রাম করে ত্যাগ স্বীকার করে আমাকে আপনাকে এই পৃথিবীর আলো-বাতাসের মুখ দেখিয়েছেন, আমরা তাঁর কতটুকু মূল্যায়ন করতে পারি ? সাধ ও সাধ্যের মধ্যে একজন বাবা মা যেমন তাঁর প্রতিটা সন্তানের জন্য সবকিছুর উজাড় করে ভালবাসেন , তেমনি প্রতিটা সন্তানের উচিত মা-বাবাকে সেইরকম উজাড় করে ভালবাসা | গিভ এন্ড টেক রিলেশন নয় এটা , এটা হচ্ছে আমার আপনার শিক্ষা মানবতা পারিবারিক মূল্যবোধের বাস্তবায়ন | মিনিমাম কৃতজ্ঞতাবোধ ! একজন বাবার ঘর্মাক্ত শার্ট আমি আপনি কোনদিন ধুঁয়ে দিয়েছি ,মনে পড়ে ? মাকে ফোন দিয়ে কয়বার জিজ্ঞেস করেছি – মা, তুমি খেয়েছো ? বাবার দাগ পড়ে যাওয়া চশমার কাঁচ কবে বদলিয়ে দিয়েছি , মনে পড়ে ? মায়ের হাতে-পায়ে কয়বার তেল লোশন মাখিয়ে দিয়েছি — মনে করে দেখুন তো ? অথচ , এই কাজগুলো মা কত যত্ন করে আমাদের জন্য করেছেন নীরবে নিঃশব্দে, কোনকিছুর আশায় নয় , পাওয়ার জন্য নয় ! বাবাকে নিয়ে কবে পার্কে হাঁটতে বেড়িয়েছেন , মনে পড়ে ? মায়ের কি খেতে ভালো লাগে , ফোন করে এনেছেন কখনো ?
আমরা ব্যস্ততম এই নগরীতে থেকে ভুলে গেছি কিছু ছোট ছোট স্বপ্নের কথা , ইচ্ছার কথা | নিজেকে প্রতিষ্ঠিত করবার কম্পিটিশনে নেমে ভুলে গেছি মায়ের বুকের কষ্টের কথা ; আপনাকে ছেড়ে মায়ের প্রতিটা দিন কাটানোর কথা | বাবার অব্যক্ত বেদনার না বলা অভিমানের কথা | আপনি যখন হাসিমুখে বিদেশে ঘুরে বেড়ান , মা ফোন নিয়ে বসে থাকে আপনি কখন ভিডিও কল দিবেন ? আপনাকে একটু দেখবে বলে ? তাঁর সোনামানিককে একটু ছুঁবে বলে | স্ক্রিনের মধ্যে স্কিনের পরশ ! আপনার সাথে একটু গল্প করবে বলে | বাবা উঁকি মেরে দেখে , আপনার চেহারা ঠিক আছে কিনা ? আপনি খেয়েছেন কিনা ? মোবাইলের পাশ থেকে চিরাচরিত ধমক — অনিয়ম করছেন কেন ?
আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যার অফিসের কাজে শুধু নিজেই ঘুরেননি আমেরিকা কানাডা ব্রিটেন ইউরোপ অস্ট্রেলিয়া | মাকে নিয়ে ঘুরেছেন পৃথিবীর অনেক দেশ | এবার মাকে নিয়ে ঘুরছেন কানাডা ও আমেরিকা | মায়ের প্রতি বাপন স্যারের এই ভালবাসার জন্যে শা টিম জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা | কানাডা স্কয়ারে মায়ের সাথে এমন ছবি আপনি-ও তুলে পাঠান আমাদের কাছে | আমরা আগলে রাখতে চাই সেইসব দুর্লভ ছবি আমাদের শা ষ্টুডিও-র দেয়ালে | মায়ের এই হাসির মূল্য আমাদের কাছে পৃথিবীর সেরা সম্পদের তালিকায় সর্বশ্রেষ্ঠ সম্পদ | —- শা অ্যাডমিন ম্যানেজার