L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স এস. এম তৌহিদুল আলম | IELTS: 6.5

নদী-বন্দর-দরগা , তিনে মিলে চাটগাঁ ! সেই শহরের মোস্ট পপুলার বিশ্ববিদ্যালয় ” International Islamic University Chittagong ” থেকে বিবিএ কমপ্লিট করে তৌহিদ ভাই এবার শিক্ষা-সভ্যতা-মানবতার দেশ কানাডার দিকে নজর দিলেন | কিন্তু একা একা জার্নি যে কখনই মসৃন ও সুন্দর হয়না, সেটা তৌহিদ ভাই যতবার রাঙামাটি সাজেক বান্দরবানের নানান দুর্গম জায়গায় ভ্রমণে গিয়েছেন , হাড়ে হাড়ে টের পেয়েছেন | সেই অভিজ্ঞতা থেকে সঙ্গী করলেন আমাদের ফ্রিকুয়েন্ট ওয়ার্ল্ড ট্রাভেলার বাপন স্যারকে | ফেসবুকে ইউটিউবে অনেকে কানাডায় উচ্চশিক্ষা নিয়ে এমনভাবে প্রতিবেদন ব্লগ পোস্ট দেন , মনে হয় যেন – ভিসা উনি নিজেই স্টাম্পিং করেন ! বিশেষ করে , যারা কানাডা থেকে ব্লগিং ও ইউটিউমারগিরি করেন ! তাদের কাছে পুরো দুনিয়াটা পান্তা-ভাত মনে হয় ! গ্রামে একটা কথা প্রচলিত আছে – খেয়া পার হয়ে গেলে মাঝি কোন শালা ? আমাদের ছাত্র-ছাত্রীদের অবস্থা কিছুটা সেইরকম ! এজেন্টের মাধ্যমে কিংবা নিজে নিজে কানাডায় নেমেই হয়ে যায়– বিশ্বের সবচেয়ে জানেওয়ালা এডুকেশন কনসালট্যান্ট !

তৌহিদ ভাই পরামর্শের জন্য চলে এলেন কর্পোর্রেট অফিসে | বাপন স্যার সার্বিক বিষয় চিন্তা-করে , IELTS স্কোর ( 6.5 ) মাথায় রেখে সিদ্ধান্ত দিলেন- ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে Strategic Change Management সাবজেক্টে মাস্টার্স করবার জন্যে ! তৌহিদ ভাই রাজি হলেন , কারণ- শিক্ষকের কথা ছাত্রকে অনুসরণ করতেই হবে | কারণ, আমরা এই প্রফেশনে আছি ২৫ বছরের উপরে | আর যারা রাতারাতি কানাডা গিয়ে একজন ছাত্র/ছাত্রী যখন ডান্ডাওয়ালা ক্যামেরা হাতে নিয়েই সবজান্তা ব্লগার শিক্ষক হয়ে যান , তখনি আমাদের চরম হাসি আসে !

আশা করি- আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীরা নিজের ফিউচার ক্যারিয়ারের প্রয়োজনে কোনরকম উল্টা-পাল্টা পরামর্শে মিসগাইড না হয়ে যাঁরা সত্যিকারের প্রফেশনাল দক্ষ তাঁদের গাইড ও পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন | আমরা তৌহিদ ভাইয়ের উত্তরোত্তর সাফল্যের সফলতা কামনা করছি |- — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment