L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স জেন্নিরা জামান ও মো: মহসিন | IELTS: 7.0

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করেও যে কানাডায় গিয়ে উচ্চশিক্ষা নেওয়া সম্ভব- এটা প্রথমে কোনভাবেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না জেন্নিরা ম্যাডাম | কিন্তু আমাদের সিইও স্যার বলেছেন , আপনি কি সত্যি সত্যি কানাডা যেতে চান ? ম্যাডামের চোখ ছলছল করে উঠলো | আমাদের স্টুডিওতে এসে ইন্টারভিউর সময় ম্যাডাম সেই উচ্ছাসটাই প্রকাশ করেছিলেন | উনার ইন্টারভিউ অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে | সিইও স্যার কথা দিয়েছেন মানে – ভিসা হবেই | জাস্ট ম্যাটার অফ টাইম | সেই ফাঁকে ম্যাডাম IELTS- স্কোর তুলে আনলেন 7.0 |

কানাডার লেকহেড ইউনিভার্সিটি থেকে এডুকেশনাল স্ট্যাডিজ এর উপর মাস্টার্স ডিগ্রি করতে ম্যাডাম এখন থান্ডারবেতে | কোয়ালিটি , নিজের ইচ্ছা ও একজন ভালো ক্যারিয়ার এক্সপার্ট জীবনের যে কোনো সিচুয়েশন বদলে দিতে পারে | এটা আমরা বারবার প্রমান করেছি , সামনে আরো করবো | যাবার সময় ডিজিটাল মার্কেটের কর্পোরেট লেভেলে জব করা মহসিন ভাইকে নিয়ে গেলেন আরো বেশি সাপোর্ট পাবার জন্যে | মহসিন ভাই নিজের লাইফ পার্টনারের জন্য যে কতটা স্যাক্রিফাইস মাইন্ডের সেটা নিয়ে কিছু বলতে গেলে ফেসবুকে তিনঘন্টার লাইভ করতে হবে | মহসিন ভাই ও জেন্নিরা ম্যাডামকে শা টিমের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও ভালবাসা | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment